ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

ঢাবিতে ‘বাপের জোরে সিট নয়’ স্লোগানে পোষ্য কোটা বাতিলের দাবি

২০২৫ ডিসেম্বর ০৬ ১২:৪৫:৩৫

ঢাবিতে ‘বাপের জোরে সিট নয়’ স্লোগানে পোষ্য কোটা বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বা কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষিত আসন বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

‘পোষ্য কোটা বাতিল আন্দোলন’-এর ব্যানারে শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) বাসভবনের সামনে এই কর্মসূচি পালিত হয়।

অবস্থান কর্মসূচিপালনকালে আন্দোলনকারীরা কোটা প্রথার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের মুখে ‘বাপের জোরে সিট নয়, মেধার জোরে সিট চাই’, ‘পোষ্য কোটা বহাল থাকে ডাকসু কী করে’—এমন স্লোগান শোনা যায়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, জনগণের করের টাকায় পরিচালিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পারিবারিক পরিচয়ে ভর্তির সুযোগ রাখা স্পষ্টতই বৈষম্যমূলক।

আন্দোলনের সদস্য মো. রাকিব ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা এর আগে ডাকসু, প্রতিটি হল সংসদ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর পোষ্য কোটা বাতিলের দাবিতে স্মারকলিপি দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।”

তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, “জনগণের করের টাকায় চলা বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বহাল রাখা একটি প্রহসন। আমরা চাই, আসন্ন ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই যেন পোষ্য কোটার মাধ্যমে একজন শিক্ষার্থীও ভর্তি হতে না পারে।”

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত