ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২
পররাষ্ট্র সচিব নিজেই সরে যেতে চান: উপদেষ্টা
.jpg)
ডুয়া ডেস্ক: পররাষ্ট্র সচিবের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জসীম উদ্দিনের ব্যক্তিগত ইচ্ছাতেই এসেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার (২১ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি জানান, কোনো ‘অপসারণ’ নয়, জসীম উদ্দিন নিজেই দায়িত্ব থেকে অব্যাহতি নিতে চান।
উপদেষ্টা বলেন, পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন নিজেই এই দায়িত্ব থেকে সরে যেতে চাচ্ছেন। তার দায়িত্ব পরিবর্তন হচ্ছে এবং আগামী দু-এক দিনের মধ্যেই তিনি দায়িত্ব হস্তান্তর করবেন।
তিনি আরও জানান, প্রতিমন্ত্রী মর্যাদায় পররাষ্ট্রবিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সুফিউর রহমানের দায়িত্বেও পরিবর্তন আসতে পারে।
গণমাধ্যমে এর আগে জসীম উদ্দিনকে সরিয়ে দেওয়ার খবর প্রকাশিত হয়। সূত্রের বরাতে জানা যায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. মো. নজরুল ইসলামকে আপাতত ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে। নজরুল ইসলাম এর আগে বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৮ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠিত হয়। এরপর মাস খানেকের মাথায় তৎকালীন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনকে সরিয়ে দিয়ে চীনে নিযুক্ত রাষ্ট্রদূত জসীম উদ্দিনকে পররাষ্ট্র সচিব করা হয়।
তবে ২০২৬ সালের ১২ ডিসেম্বর পর্যন্ত তার চাকরির মেয়াদ থাকলেও, তিনি সেই সময় পর্যন্ত দায়িত্বে না থেকে নিজেই ছুটিতে যাচ্ছেন। সরকার পক্ষ থেকে তাকে একটি রাষ্ট্রদূতের পদে নিয়োগের প্রস্তাব দেওয়া হলেও তিনি তা গ্রহণ না করে অবসর নিতে চান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার
- শেয়ারবাজার কি ধ্বংসের পথে? আর কত রক্তক্ষরণ?
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: নোমান আলীর শিকার মার্করাম
- ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানাল ৯ কোম্পানি