ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২
একই বিদ্যালয়ের ৪১ শিক্ষার্থী অচেতন, আতঙ্ক

ডুয়া ডেস্ক: পাবনার বেড়া উপজেলার আমিনপুরের কাজিরহাট উচ্চ বিদ্যালয়ে দুই দিনে ৪১ শিক্ষার্থী অচেতন হয়ে পড়ার ঘটনায় ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে।
সোমবার (১৯ মে) সকাল ১০টার দিকে বিদ্যালয়ের দোতলার ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির কক্ষে একযোগে ৩৫ শিক্ষার্থী হঠাৎ অচেতন হয়ে পড়ে। এর আগের দিন রোববার (১৮ মে) বিকেল ৩টার দিকে একই শ্রেণির ৬ শিক্ষার্থী একইভাবে অচেতন হয়ে পড়ে।
অচেতন শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন মাইমুনা খাতুন, সুমী, সুমাইয়া, জেরিন ইসলাম, জান্নাতুল, জাকিয়া আক্তার, মরিয়ম খাতুন, লিমা আক্তার, সাদ্দাম হোসেন, আসিফ, ফাতেমা খাতুন, দুলা আক্তার, মারিয়া, আসিফ মাহমুদ, জিয়াসমিন, মুহাম্মদ আলী, রিফাত হোসেন, শাকিলা, সানজিদা, আফসানা খাতুনসহ আরও অনেকে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, আক্রান্ত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুটি শ্রেণিকক্ষে একধরনের অস্বাভাবিক গন্ধ পাওয়া গেছে, যা সন্দেহের জন্ম দিয়েছে।
কয়েকজন অভিভাবক অভিযোগ করে বলেন, রোববার প্রথম ঘটনাটি ঘটার পরও কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেয়নি। তারা দাবি করেন, বিদ্যালয়ের শ্রেণিকক্ষগুলো অস্বাস্থ্যকর এবং নিরাপত্তার ঘাটতি রয়েছে। অনেকের ধারণা, কেউ ইচ্ছাকৃতভাবে ক্লাসরুমে চেতনানাশক জাতীয় কোনো দ্রব্য ছড়িয়ে থাকতে পারে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফরহাদ হোসেন বলেন, দুই দিনে মোট ৪১ শিক্ষার্থী অচেতন হয়ে পড়েছে। দুটি শ্রেণিকক্ষে এক ধরনের গন্ধ পাওয়া গেছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি। কেউ ইচ্ছাকৃতভাবে কিছু করে থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাহমিনা সুলতানা নিলা বলেন, গরমের প্রভাব বা খাদ্যে বিষক্রিয়ার কারণে এ ঘটনা ঘটতে পারে। তবে পরীক্ষার আগে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ইতোমধ্যে একটি মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছেছে এবং স্বাস্থ্য পরীক্ষা চলছে।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোরশেদুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে অবগত হয়ে বিদ্যালয় কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। মেডিকেল টিম এবং পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ক্লাসরুম ও পরিবেশের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং অভিভাবকরা সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ঘটনাটি এখন তদন্তাধীন এবং পরীক্ষার পর প্রকৃত কারণ উদঘাটনের আশা করা যাচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার
- শেয়ারবাজার কি ধ্বংসের পথে? আর কত রক্তক্ষরণ?
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: নোমান আলীর শিকার মার্করাম