ঢাকা, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২
কারাগারে নুসরাত ফারিয়া
ডুয়া ডেস্ক: জুলাই আন্দোলনকেন্দ্রিক ভাটারা থানার এনামুল হক হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (১৯ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাসরিন আক্তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা, ভাটারা থানার উপপরিদর্শক মো. বিল্লাল ভূঁইয়া, ফারিয়াকে কারাগারে রাখার আবেদন করেন। আসামিপক্ষ জামিন আবেদন করলেও রাষ্ট্রপক্ষের বিরোধিতার পর শুনানি শেষে বিচারক ২২ মে জামিন শুনানির পরবর্তী দিন ধার্য করেন।
এর আগের দিন রোববার থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে পুলিশ।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারা এলাকায় অনুষ্ঠিত জুলাই আন্দোলনে অংশ নেন এনামুল হক। এ সময় গুলিবিদ্ধ হয়ে তিনি আহত হন এবং পরে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সুস্থ হয়ে তিনি চলতি বছরের ৩ মে মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ১৭ জন শিল্পীসহ মোট ২৮৩ জনকে অভিযুক্ত করা হয়। নুসরাত ফারিয়া এই মামলায় ২০৭ নম্বর আসামি হিসেবে অভিযুক্ত হন এবং এজাহারে তাকে আওয়ামী লীগের আর্থিক সহায়তাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা
- শেয়ারবাজারের তালিকায় যুক্ত হলো আরও এক বন্ধ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!