ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
রোহিঙ্গাদের সাগরে ফেলে দেওয়া নিয়ে যা বলল ভারতের সুপ্রিম কোর্ট
ডুয়া ডেস্ক: ভারতীয় নৌবাহিনীর বিরুদ্ধে ৪৩ জন রোহিঙ্গাকে ধরে জোরপূর্বক সাগরে ফেলে দেওয়ার অভিযোগ মানতে রাজি হয়নি দেশটির সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার (১৫ মে) জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের (OHCHR) এক বিবৃতিতে অভিযোগ করা হয়, রোহিঙ্গা শরণার্থীদের সাগরে ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনার পর বিষয়টি নিয়ে ভারতের সর্বোচ্চ আদালতে একটি আবেদন দাখিল করা হয়।
বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি এন কোটিশ্বর সিং রোহিঙ্গাদের সাগরে ফেলে দেওয়ার অভিযোগ সংক্রান্ত আবেদনের শুনানি গ্রহণ না করে তা খারিজ করে দিয়েছেন। তবে তারা জানিয়েছেন, রোহিঙ্গা বিষয়ক মামলা যেটি সুপ্রিম কোর্টের অন্য একটি বেঞ্চে বিচারাধীন, সেই বেঞ্চেই এই আবেদন দাখিল করতে হবে। এ বিষয়ে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ জুলাই।
এই দুই বিচারপতি বলেছেন, “আবেদনে শক্ত কোনো তথ্য-প্রমাণ নেই। এটি ভাসা-ভাসা।” আবেদনকারীর উদ্দেশে বিচারপতিরা আরও বলেন, “দেশ যখন এক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তখনই আপনারা এই ধরনের বিষয়ের অবতারণা করছেন।”
রোহিঙ্গাদের জোরপূর্বক সাগরে ফেলে দেওয়ার ঘটনায় প্রবীণ মানবাধিকার আইনজীবী কলিন গনসালভেস আদালতে রিট আবেদন করেন। এ বিষয়ে তিনি আদালতের কাছে শুনানির অনুরোধও জানান।
জবাবে বিচারপতিরা বলেন, “আবেদনে যেসব ফোনকলের কথা বলা হয়েছে, সেগুলো যাচাই করাই হয়নি। এর আগে এমন ঘটনাও আদালতের নজরে এসেছে যে ঝাড়খন্ডের জামতাড়া থেকে ফোন করা হয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার নম্বর ব্যবহার করে। এখানে কি যাচাই করা হয়েছে যে ওই সব ফোনকল মিয়ানমার থেকেই করা হয়েছে?”
সুপ্রিম কোর্টের বিচারপতিরা আবেদনকারীর উদ্দেশে বলেছেন, “উপযুক্ত প্রমাণ ছাড়া এ ক্ষেত্রে আগের বৃহত্তর বেঞ্চের দেয়া রায় নিয়ে প্রশ্ন তুলতে পারি না। উপযুক্ত প্রমাণের অভাবে এই আবেদন চমৎকার ভাষায় রচিত এক গল্পগাথা ছাড়া আর কিছু নয়।”
ওএইচসিএইচআরের বিজ্ঞপ্তির উল্লেখ করে গতকাল শুক্রবার সুপ্রিম কোর্টে দাখিল করা এই আবেদনে বলা হয়, ‘নয়াদিল্লিতে শরণার্থী হিসেবে বাস করা ৪৩ জন রোহিঙ্গাকে বায়োমেট্রিক তথ্য সংগ্রহের কথা বলে গত ৬ মে এক স্থানে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর ৮ মে তাদের আন্দামানে নিয়ে সেখান থেকে নৌবাহিনীর জাহাজে তাদের মিয়ানমারের আন্তর্জাতিক জলসীমানায় গিয়ে লাইফ জ্যাকেট পরিয়ে জবরদস্তি সমুদ্রে নামিয়ে দেয়া হয়।’
এই রোহিঙ্গারা জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর–এ নিবন্ধিত ছিলেন। আইনজীবী কলিন গনসালভেস এ বিষয়ে আদালতের কাছে রোহিঙ্গাদের বিতাড়ন ঠেকাতে অন্তর্বর্তীকালীন নির্দেশনার অনুরোধ জানালেও ডিভিশন বেঞ্চ সেই আবেদন নাকচ করে দেন।
এদিকে ওএইচসিএইচআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত সপ্তাহে ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজ থেকে আন্দামান সাগরে রোহিঙ্গা শরণার্থীদের নামিয়ে দেয়ার বিশ্বাসযোগ্য প্রতিবেদন সামনে আসার পর জাতিসংঘের একজন বিশেষজ্ঞ এ ঘটনাকে ‘অমানবিক ও অগ্রহণযোগ্য’ উল্লেখ করে তদন্ত শুরু করেছেন। একই সঙ্গে তিনি ভারত সরকারকে রোহিঙ্গা শরণার্থীদের প্রতি নিষ্ঠুর ও প্রাণঘাতী আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন, বিশেষ করে তাদের মিয়ানমারের বিপজ্জনক অবস্থায় ফেরত পাঠানোর বিষয়ে।’
সূত্র: এনডিটিভি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস
- কর্পোরেট পরিচালকের ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন