ঢাকা, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, শান্তি আলোচনায় থাকবেন না পুতিন

২০২৫ মে ১৫ ১৪:৩১:০১
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, শান্তি আলোচনায় থাকবেন না পুতিন

ডুয়া ডেস্ক: চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিতব্য শান্তি আলোচনায় থাকছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার (১৫ মে) রাশিয়া-ইউক্রেনের শান্তি আলোচনা হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে উপস্থিত থাকার কথা জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে গতকাল বুধবার সন্ধ্যায় ক্রেমলিনের পক্ষ থেকে প্রতিনিধিদের যে তালিকা ঘোষণা করা হয়, তাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম নেই।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, প্রেসিডেন্ট পুতিনের সহকারী ভ্লাদিমির মেডিনস্কি এই শান্তি আলোচনায় রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলে ক্রেমলিনের বিবৃতিতে জানানো হয়েছে। এর আগে জেলেনস্কি বলেছিলেন, পুতিন রাজি হলে তিনি নিজে আলোচনায় অংশ নিয়ে তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন।

ব্যক্তিগতভাবে এই সাক্ষাৎ নিশ্চিতের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানিয়েছিলেন তিনি। গণমাধ্যমগুলো বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আলোচনায় থাকবেন না। যদিও এর আগে পুতিন যোগ দিলে উপস্থিত থাকার ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প।

এদিকে বৃহস্পতিবার তুরস্কের রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন জেলেনস্কি। পুতিন উপস্থিত থাকার শর্তে ইস্তানবুলে রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেওয়ার কথা বলেছিলেন তিনি।

এর আগে বুধবার এক সান্ধ্যকালীন ভাষণে জেলেনস্কি জানান, গণমাধ্যমে পুতিনের বৈঠকে অংশ নেয়া নিয়ে যেসব তথ্য পাওয়া যাচ্ছে, সেগুলো ইতিবাচক নয়। তিনি আবারও বলেন, বৈঠকের আগে রাশিয়ার গড়িমসি প্রমাণ করে দেয় যে তারা শান্তি চায় না।

জেলেনস্কির ভাষ্যে, ‘এই যুদ্ধ কেন শুরু, কেন চলছেই সব উত্তর মস্কোর কাছে আছে। আর এর শেষ কোথায়, তা নির্ভর করছে বিশ্বনেতাদের ওপর। আলোচনায় প্রস্তুত ইউক্রেন,মুখোমুখি হতে কোনো ভয় নেই।’

এই আলোচনায় অংশ নেয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের বৈঠক তার উদ্যোগেই হচ্ছে বলে দাবি করেন তিনি। তবে অবশেষে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, আলোচনায় যোগ দিতে তুরস্কে যাবেন না ট্রাম্প। বরং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল বৈঠকে যোগ দেবে।

এদিকে আগামী মাসে নেদারল্যান্ডসে অনুষ্ঠেয় ন্যাটো সামিটে ইউক্রেনের সদস্যপদ এজেন্ডায় না থাকার ইঙ্গিত মিলেছে। মার্কিন আপত্তির কারণেই জেলেনস্কিকে এবারের সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। জানা গেছে, কিয়েভকে এই মুহূর্তে ন্যাটোর সদস্যপদ দিতে আগ্রহী নয় ওয়াশিংটন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে