ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২
বাড়ানো হল ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের নিরাপত্তা
.jpg)
ডুয়া ডেস্ক: ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। সংবাদ সংস্থা এএনআই জানায়, তার কনভয়ে নতুন করে যুক্ত করা হয়েছে অতিরিক্ত দুটি বুলেটপ্রুফ গাড়ি। একই সঙ্গে রাজধানী দিল্লিতে মন্ত্রীর বাসভবন ঘিরে নিরাপত্তা বলয় আরও মজবুত করা হয়েছে।
পিটিআই সূত্রে জানা গেছে, দেশের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো সম্প্রতি জয়শঙ্করের নিরাপত্তা পর্যালোচনা করে তার ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তায় নতুন কিছু সুপারিশ করে। সেই সুপারিশ অনুযায়ীই এই নতুন বুলেটপ্রুফ যান দুটি সংযুক্ত করা হয়েছে।
কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা এবং ‘অপারেশন সিঁদুর’-এর প্রেক্ষাপটে সীমান্ত অঞ্চলে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা মাথায় রেখেই এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, এস. জয়শঙ্কর আগে থেকেই 'জেড' ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে আসছেন। তার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সিআরপিএফ-এর ৩৩ জন কমান্ডোর একটি দল, যারা তাকে সার্বক্ষণিক পাহারা দেন।
ভারতের নিরাপত্তা ব্যবস্থা অনুযায়ী, ‘জেড’ ক্যাটাগরি হলো দ্বিতীয় সর্বোচ্চ স্তরের নিরাপত্তা। এতে স্থানীয় পুলিশ এবং এনএসজি-র চার থেকে ছয়জন কমান্ডোসহ অন্তত ২২ জন সদস্য নিয়োজিত থাকেন। নিরাপত্তা বহরে থাকে একটি বুলেটপ্রুফ গাড়ি ও এসকর্ট যানও।
এই নিরাপত্তা স্তর সাধারণত তাদের জন্যই বরাদ্দ করা হয়, যাদের বিরুদ্ধে হুমকি স্পষ্ট বা আশঙ্কাজনক। সিআরপিএফ-এর ভিআইপি সিকিউরিটি উইং এসব দায়িত্ব পালন করে থাকে।
বর্তমানে ভারতের প্রায় ২০০ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি এই ধরনের নিরাপত্তা পাচ্ছেন। এ তালিকায় রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর মতো বিশিষ্ট ব্যক্তিরা।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর মাসে জয়শঙ্করের নিরাপত্তা ‘ওয়াই’ ক্যাটাগরি থেকে উন্নীত করে ‘জেড’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়। ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) হুমকি বিশ্লেষণের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।
বর্তমানে তার বাসভবনে সার্বক্ষণিক ১২ জন সশস্ত্র রক্ষী, ৬ জন পিএসও, ১২ জন কমান্ডো তিন পালায়, তিনজন পালাক্রমে প্রহরী এবং তিনজন প্রশিক্ষিত চালক নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- যারা বৃত্তি পাবে না, তাদের জন্য পার্ট-টাইম জবের চিন্তা-ভাবনা
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা, এনসিপির সকল কার্যক্রম স্থগিত
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৬ জায়গায় হবে ডাকসুর ভোটগ্রহণ
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ‘শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই’
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- শেয়ারবাজারে চমক দেখাল দুই বহুজাতিক কোম্পানি
- পাঁচ কোম্পানির শেয়ারে বেড়েছে বিদেশি বিনিয়োগ
- ইপিএস প্রকাশ করেছে ৪ কোম্পানি
- নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: দুদু
- শেয়ার কারসাজিকারীদের শাস্তি ১০ বছর করার প্রস্তাব