ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২
দুবাইয়ে প্রবাসীদের জন্য খুলল সৌভাগ্যের দুয়ার

ডুয়া ডেস্ক:প্রথমবারের মতো দুবাইয়ের স্বাস্থ্যখাতে দীর্ঘ সময় ধরে কাজ করা অভিজ্ঞ নার্সদের জন্য গোল্ডেন রেসিডেন্সি ভিসা প্রদানের নির্দেশ দিয়েছেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম।
এই নির্দেশনার আওতায়, যারা অন্তত ১৫ বছর বা তার বেশি সময় ধরে দুবাইয়ের স্বাস্থ্যখাতে নার্স হিসেবে কাজ করে আসছেন, তারা পাবেন দীর্ঘমেয়াদি এই ভিসার সুযোগ। নাগরিকত্বের ভিত্তিতে কোনো বৈষম্য থাকবে না অর্থাৎ যে কোনো দেশের যোগ্য নার্সরাই এই সুযোগের আওতায় আসবেন।
দুবাই সরকার জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে নার্সদের মানবিক সেবা এবং স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকার আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হচ্ছে। নার্সদের পেশাগত নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং তাদের অবদানের প্রতি সম্মান জানাতেই এই পদক্ষেপ।
শেখ হামদান বলেন, “নার্সদের নিষ্ঠা ও ত্যাগের স্বীকৃতি দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। তাদের অবদানই দুবাইয়ের স্বাস্থ্যখাতকে আরও শক্ত ভিত দিয়েছে।”
গোল্ডেন রেসিডেন্সি ভিসার শর্তাবলি:
-
দুবাইয়ের স্বাস্থ্যখাতে কমপক্ষে ১৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
-
স্বীকৃত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত হতে হবে।
-
ডিএইচএ (দুবাই হেলথ অথরিটি), ডিওএইচ (আবুধাবি হেলথ ডিপার্টমেন্ট), বা এমওএইচ (স্বাস্থ্য মন্ত্রণালয়)-এর অনুমোদিত লাইসেন্স থাকতে হবে।
-
সরাসরি স্বাস্থ্যসেবা প্রদানে যুক্ত থাকা এবং গুরুত্বপূর্ণ কর্মী হিসেবে বিবেচিত হতে হবে।
-
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা হাসপাতালের পক্ষ থেকে ব্যতিক্রমী সেবার জন্য মনোনয়ন পেতে হবে।
গোল্ডেন ভিসার সুবিধাসমূহ:
-
৫ বা ১০ বছরের জন্য নবায়নযোগ্য দীর্ঘমেয়াদি রেসিডেন্সি।
-
স্পন্সরের প্রয়োজন হবে না।
-
পরিবারসহ বসবাসের সুযোগ (স্বামী/স্ত্রী ও সন্তানদের স্পন্সর করার সুবিধা)।
-
ছয় মাসের বেশি আমিরাতের বাইরে থাকলেও ভিসা বৈধ থাকবে।
-
আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা ও শিক্ষাসুবিধা ভোগের সুযোগ।
দুবাই সরকারের এই মানবিক পদক্ষেপ প্রবাসী নার্সদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতিফলন। পাশাপাশি, এটি প্রবাসীদের পেশাগত জীবনকে আরও নিরাপদ ও সম্মানজনক করে তুলবে, যা সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যখাতকে আরও দক্ষ ও মানসম্পন্ন করতে সহায়ক হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ারবাজারে ইতিহাস গড়লেন ‘ছাগল-কাণ্ডের’ সেই মতিউর
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- শেয়ারবাজারে হঠাৎ দরপতন, নেপথ্যে এনবিআরের চিঠি
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- সোনালী পেপারের কারসাজিতে জেনেক্স ইনফোসিসের পরিচালকদের জরিমানা
- চার কোম্পানির আর্থিক অনিয়মের দায়ে নিষিদ্ধ হচ্ছে ৬ নিরীক্ষা প্রতিষ্ঠান