ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
ভারতে ‘বুনিয়ান মারসুস’ সামরিক অপারেশনে পাকিস্তান

ডুয়া ডেস্ক: পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে। ওই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত, যদিও ইসলামাবাদ তা প্রত্যাখ্যান করেছে। এর পরই মঙ্গলবার দিবাগত রাতে ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে হামলা চালায় ভারত।
এই ঘটনার জবাবে শনিবার (১০ মে) ভোরে পাল্টা সামরিক অভিযান শুরু করে পাকিস্তান। ‘অপারেশন বুনিয়ান মারসুস’ নামে চালানো এই অভিযানের খবর নিশ্চিত করেছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর)। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা-তে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পাঠানকোট ও উধমপুরসহ বিভিন্ন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।
পাকিস্তান জানিয়েছে, এই হামলায় তারা নিজেদের তৈরি ‘ফতেহ-১’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং ভারতের পাঞ্জাবের বিয়াসে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র গুদাম লক্ষ্য করেও আঘাত হেনেছে।
অন্যদিকে, ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে পাকিস্তানের বেশ কয়েকটি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। পাকিস্তানের লাহোরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করারও দাবি করেছে ভারতীয় প্রতিরক্ষা বিভাগ।
এদিকে বিবিসির বরাতে জানা গেছে, শনিবার ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে ভারতে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং বিস্ফোরণের পরপরই শহরজুড়ে ব্ল্যাকআউট পরিস্থিতি তৈরি হয়।
পূর্ববর্তী হামলায় ভারত পাকিস্তানের নূর খান, মুরিদ ও শুরকোট বিমান ঘাঁটিতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। যদিও ইসলামাবাদ বলছে, এসব ঘাঁটি এখনো নিরাপদ রয়েছে। অন্যদিকে পাকিস্তানের দাবি—ভারতের এই হামলায় তাদের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে এবং করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডি অঞ্চলে ভারতের ২৯টি ইসরায়েলি-উৎপাদিত ড্রোন ভূপাতিত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের দুই গোয়েন্দা কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, মঙ্গলবার রাতে পাকিস্তান চীনা তৈরি জে-১০ যুদ্ধবিমান দিয়ে ভারতের দুটি যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে, যার একটি ছিল ফ্রান্সের তৈরি রাফাল।
এই অবস্থায় ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা আশঙ্কাজনকভাবে বাড়ছে। এর ফলে বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- সাত কোম্পানিতে বিনিয়োগ বেড়েছে উদ্যোক্তা পরিচালকদের
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ঢাবির হলে ধূমপায়ীদের সিট না দেওয়ার ঘোষণা; প্রশংসায় ভাসছেন প্রভোস্ট
- স্টক ডিভিডেন্ড পেল ৩ কোম্পানির বিনিয়োগকারীরা
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ২৬ জুলাই : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা