ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে দ্য সুইফটের ৫ ভবিষ্যদ্বাণী
ডুয়া ডেস্ক নিউজ: কাশ্মীরে পর্যটক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান সীমান্তে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে ভারতের একযোগে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তানও পাল্টা গোলাবর্ষণ শুরু করেছে। এরইমধ্যে ভারতীয় পাঁচটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর মিলেছে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে আন্তর্জাতিক গবেষণা সংস্থা দ্য সুইফট সেন্টার পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্নের মাধ্যমে চলমান উত্তেজনার ভবিষ্যৎ বিশ্লেষণ করেছে।
প্রথম. ১৫ মে’র মধ্যে ১০০ জন সেনা-পুলিশ হতাহতের আশঙ্কা কতটা?
বিশেষজ্ঞদের মতে, দুই দেশের মধ্যে সীমান্ত গোলাগুলি অব্যাহত থাকলেও বড় ধরনের রক্তক্ষয়ী যুদ্ধের সম্ভাবনা কম। সাম্প্রতিক ইতিহাস বলছে, ভারতের সীমিত আগ্রাসনের জবাবে পাকিস্তানের প্রতিরোধ হলেও উভয় পক্ষই পূর্ণমাত্রার যুদ্ধ এড়াতে চায়।
দ্বিতীয়. ৩০ জুনের মধ্যে কি ১,০০০ সেনা হতাহত হতে পারেন?
বিশ্লেষণ বলছে, যদি আগামী সপ্তাহে সংঘর্ষের মাত্রা নিয়ন্ত্রণে থাকে, তবে বড় হতাহতের সম্ভাবনা কম। তবে যদি ১০০ জনের বেশি হতাহত হন, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, যা ভবিষ্যতে আরও বড় সংঘাতে রূপ নিতে পারে।
তৃতীয়. সিন্ধু পানি চুক্তির ভবিষ্যৎ কী?
২০২৫ সালের মধ্যে আবার কার্যকর হতে পারে সিন্ধু পানি চুক্তি, তবে সেটি নির্ভর করছে চলমান সংঘাতের মাত্রার ওপর। সীমিত সংঘর্ষ হলে দুই পক্ষের মধ্যে আলোচনার পথ খোলা থাকবে। বিপরীতে বড় ধরনের সংঘর্ষ হলে এটি দীর্ঘ সময় অচল থাকতে পারে।
চতুর্থ. ভারতের ওষুধ রপ্তানি কি প্রভাবিত হবে?
বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ভারতের ওষুধ রপ্তানি বড় ধরনের বিঘ্নের মুখে পড়বে না। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মতো বড় বাজার ভারতের উৎপাদন সক্ষমতার ওপর নির্ভরশীল। তাই সাময়িক জটিলতা ছাড়া মূলধারার ব্যবসা চলমান থাকবে।
পঞ্চম. পরমাণু অস্ত্র ব্যবহারের ঝুঁকি কতটা?
সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি নিয়েই সবচেয়ে বেশি আশ্বাস দিয়েছেন গবেষকরা—তাদের মতে, পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা ‘অত্যন্ত কম’। তবে এর অস্তিত্বই কৌশলগত ভুল হিসাবকে ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিতে পারে।
দ্য সুইফট সেন্টারের বিশ্লেষণে বলছে, ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেও এখনই পূর্ণমাত্রার যুদ্ধ বা পরমাণু সংঘর্ষের আশঙ্কা নেই। তবে যেকোনো সময় পরিস্থিতি কৌশলগতভাবে বদলে যেতে পারে, তাই আন্তর্জাতিক মহলের নজর এবং মধ্যস্থতা এখন খুবই গুরুত্বপূর্ণ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়
- ইপিএস প্রকাশ করেছে বিএটিবিসি