ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২
আমরা প্রতিশোধ নেওয়ায় পুরো দেশ খুশি: ভারতীয় মন্ত্রী

ডুয়া ডেস্ক : পাকিস্তানে হামলার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী কীর্তি বর্ধন সিং বলেছেন, “আমরা প্রতিশোধ নিয়েছি, আর এতে পুরো দেশ খুশি।”
পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলার প্রসঙ্গ টেনে সাংবাদিকদের তিনি বলেন, “আমাদের দেশ নিরীহ মানুষ আর বিধবা নারীদের হত্যাকারীদের উপযুক্ত জবাব দিয়েছে।” পাশাপাশি শত্রু দেশগুলোকে সতর্ক করে কীর্তি বর্ধন সিং বলেন, “এই হামলা তাদের জন্য স্পষ্ট বার্তা — ভারতের প্রতিটি কোণে তথ্য রয়েছে। ভবিষ্যতে প্রয়োজন হলে আমরা আরও শক্তভাবে প্রতিশোধ নেব।”
এদিকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দাবি করেছেন, পাকিস্তানশাসিত কাশ্মীরে ভারতের মধ্যরাতের অভিযানে কোনো বেসামরিক হতাহতের ঘটনা ঘটেনি। তিনি বলেন, “আমরা কেবল তাদেরকেই আঘাত করেছি যারা নিরপরাধ মানুষদের হত্যা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আমাদের সশস্ত্র বাহিনী গোটা জাতিকে গর্বিত করেছে।”
প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলার দুই সপ্তাহ পর মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও আজাদ কাশ্মীরের অন্তত ৯টি স্থানে হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। মাত্র ২৫ মিনিটের অভিযানে ভারত অন্তত ২৪টি ক্ষেপণাস্ত্র ছোড়ে, যেখানে ভারতের দাবি অনুযায়ী পাকিস্তানে অন্তত ৭০ জন নিহত হয়েছে।
পাকিস্তানের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে, ভারতের হামলায় ২৬ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছেন।
অন্যদিকে, কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এতে ভারত-শাসিত কাশ্মীরে অন্তত ১০ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন।
পাকিস্তান দাবি করছে, তারা ভারতের অন্তত ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যদিও ভারত এখন পর্যন্ত ৩টি বিমান বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার করেছে।
এই হামলা-পাল্টা হামলার কারণে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে বুধবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি জরুরি বৈঠক করে সেনাবাহিনীকে ভারতের হামলার উপযুক্ত জবাব দিতে নির্দেশ দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার
- শেয়ারবাজার কি ধ্বংসের পথে? আর কত রক্তক্ষরণ?