ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২
পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ৭, আহত ১২

ডুয়া নিউজ: পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের নয়টি স্থানে মধ্যরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানের সেনাবাহিনীর তথ্য শাখা আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, এ হামলায় অন্তত সাতজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে।
মঙ্গলবার (০৬ মে) দিবাগত রাত ১টার পর কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফ্ফরবাদসহ অন্তত নয়টি এলাকায় এসব হামলা চালানো হয় বলে জানিয়েছেন আইএসপিআরের মহাপরিচালক। তাঁর ভাষায়, এটি ছিল ‘কাপুরুষোচিত’ হামলা এবং এর জবাব দিতে পাকিস্তানি বাহিনী এরইমধ্যে পাল্টা অভিযান শুরু করেছে।
আহমেদ শরীফ আরও জানান, ভাওয়ালপুরের আহমেদপুর ইস্ট এলাকায় একটি মসজিদ ও পাশের একটি বাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে, সেখানে একটি শিশু নিহত হয় এবং আহত হয় আরও ১২ জন। কোটলিতে আরও দুজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মুজাফ্ফরবাদের একটি সড়কে ক্ষেপণাস্ত্র পড়লেও তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তিনি জানান, কোটলি ও আহমেদপুর উভয় এলাকায় মসজিদ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। কিছু জায়গায় উদ্ধার তৎপরতা এখনো চলছে।
এই হামলার প্রেক্ষাপটে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়লো। এর আগে ২২ এপ্রিল ভারতের পেহেলগাম এলাকায় পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ৩৬ জন নিহত হন, যার জেরে দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র হয়।
এদিকে, ভারত সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই অভিযান 'অপারেশন সিন্দুর' নামে চালানো হয়েছে। এর আওতায় পাকিস্তান ও আজাদ কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালানো হয়েছে। তবে ভারত দাবি করেছে, এ অভিযানে পাকিস্তানি সেনাবাহিনীর কোনো স্থাপনাকে লক্ষ্য করা হয়নি।
পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, তারা আকাশ ও স্থলপথে উপযুক্ত প্রতিক্রিয়া দিচ্ছে এবং এই ‘ঘৃণ্য উসকানির’ জবাব দেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুই কোম্পানির বাজিমাত
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- রবির অভিযোগের প্রেক্ষিতে তদন্তের মুখে গ্রামীণফোন
- ছাত্ররাজনীতি থাকবে কিন্তু কাঠামোগত পরিবর্তন আনতে হবে: বাগছাস
- অতর্কিত ঢাবি ও জবির ৪ শিক্ষার্থীকে ছুরিকাঘাত
- শেখ সেলিমের ২১টি বিও অ্যাকাউন্ট ও ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- আ’লীগকে ফিরিয়ে আনার অপচেষ্টায় বামপন্থীরা: ঢাবি শিবির
- চলতি সপ্তাহে ৬ কোম্পানির ডিভিডেন্ড অনুমোদন