ঢাকা, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২
কাশ্মীরে হামলার তথ্য আগেই জানত ভারতীয় গোয়েন্দারা!
.jpg)
ডুয়া ডেস্ক: জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, হামলার আগে গোয়েন্দা সূত্রে সতর্কবার্তা দেওয়া হয়েছিল স্থানীয় নিরাপত্তা বাহিনীকে।
ভারতের গোয়েন্দা ব্যুরো (আইবি) এবং অন্যান্য সংস্থা জানিয়েছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্ধারিত সফরকে ঘিরে শ্রীনগরের আশপাশের এলাকায় হামলার আশঙ্কা রয়েছে। যদিও ১৯ এপ্রিলের সেই সফর বাতিল করা হয়, ঠিক চারদিন পরই ২২ এপ্রিল ৯০ কিলোমিটার দূরের পেহেলগামে হামলা হয়। প্রাণ হারান অন্তত ২৬ জন, যাঁদের অধিকাংশই ছিলেন পর্যটক।
গোয়েন্দা সতর্কতা থাকা সত্ত্বেও পেহেলগামের নাম স্পষ্টভাবে উল্লেখ না থাকায় প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও সেনাবাহিনী আগাম প্রস্তুত থাকলেও নির্দিষ্ট স্থানের অভাবে হামলা প্রতিরোধ করা যায়নি বলে জানা গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলার পর থেকে জঙ্গিরা স্থানীয় এলাকাতেই লুকিয়ে রয়েছে বলে আশঙ্কা করছে বাহিনী। গোয়েন্দা সূত্রের দাবি, হামলায় দুটি বিদেশি ও দুটি স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠী জড়িত ছিল। স্থানীয় গোষ্ঠীগুলো প্রথমে পর্যটকদের এক জায়গায় জড়ো করে, এরপর বিদেশি সদস্যরা নির্বিচারে গুলি চালায়। বৈসারান উপত্যকার একমাত্র প্রবেশপথ ও টিকিটিং ব্যবস্থা থাকার কারণে কেউ পালাতে পারেননি।
হামলার ঘটনায় নয়াদিল্লি পরোক্ষভাবে পাকিস্তানকে দায়ী করে কড়া পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে সিন্ধু নদ চুক্তি স্থগিত রাখা, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং ওয়াঘা-আটারি সীমান্ত বন্ধ করা। পাল্টা প্রতিক্রিয়ায় ইসলামাবাদও বেশ কিছু ব্যবস্থা নিয়েছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুমকি দিয়েছেন, সিন্ধু নদে ভারত যদি কোনো নতুন কাঠামো তৈরি করে, ইসলামাবাদ তা ধ্বংস করে দেবে। একইসঙ্গে তিনি নরেন্দ্র মোদির বিরুদ্ধে "নাটক মঞ্চস্থ" করার অভিযোগ তুলে তীব্র সমালোচনা করেন।
এই ঘটনায় উপমহাদেশে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এক কোম্পানির দাপটেই চাঙা শেয়ারবাজার
- শেয়ারবাজারের উত্থান কি টেকসই হবে? বিশ্লেষকরা যা বলছেন
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- চাহিদার তুঙ্গে ১০ কোম্পানির শেয়ার
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বৃত্তির সাক্ষাৎকার নিয়ে নতুন নির্দেশনা
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- চলতি সপ্তাহে আসছে ৬৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- ইপিএস ঘোষণার তারিখ জানাল ১৮ প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে চলছে বহুজাতিক কোম্পানির ডিভিডেন্ড উৎসব
- সাত কোম্পানিতে বিনিয়োগ বেড়েছে উদ্যোক্তা পরিচালকদের
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ঢাবির হলে ধূমপায়ীদের সিট না দেওয়ার ঘোষণা; প্রশংসায় ভাসছেন প্রভোস্ট