ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২
ভারতের হাতে পাকিস্তানি রেঞ্জার আ-ট-ক, ভয়াবহ সংঘ-র্ষ

ডুয়া ডেস্ক: ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে বলে দাবি করেছে। যদিও ওই রেঞ্জারের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তাকে বিএসএফের রাজস্থান ফ্রন্টিয়ারের হেফাজতে রাখা হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আটক হওয়ার কিছুক্ষণের মধ্যেই কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) জুড়ে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, এটি সাম্প্রতিক সময়ের মধ্যে দুই দেশের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ, যেখানে একসঙ্গে বহু পাকিস্তানি পোস্ট থেকে হামলা চালানো হয়।
ভারতীয় সেনাবাহিনীর সূত্র অনুযায়ী, কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধর, নৌশেরা, সুন্দরবানি ও আখনুর সেক্টরে পাকিস্তান বিনা উসকানিতে গুলি চালায়। জবাবে ভারতীয় সেনারাও পাল্টা ব্যবস্থা নিয়েছে বলে জানানো হয়েছে। এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এর আগে ২৩ এপ্রিল বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাহুকে পাকিস্তান আটক করে, যিনি পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে কৃষকদের পাহারা দেওয়ার দায়িত্বে ছিলেন। ভারতের পক্ষ থেকে একাধিকবার সাহুকে ফেরত চাওয়ার পরও পাকিস্তান কোনো সিদ্ধান্ত জানায়নি। ফলে পাল্টা প্রতিক্রিয়ায় ভারতও আটক রেঞ্জারকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে অনিশ্চিত অবস্থানে রয়েছে।
এই সংঘর্ষ এমন সময় ঘটেছে, যখন জম্মু ও কাশ্মিরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটিই কাশ্মিরে সবচেয়ে বড় হামলা বলে মনে করা হচ্ছে।
পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন পাকিস্তান শনিবার “আবদালি” ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে। ভারতের কর্মকর্তারা একে “খোলাখুলি উসকানি” বলে উল্লেখ করেছেন। ৪৫০ কিমি রেঞ্জের এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা “সিন্ধু মহড়া” নামক সামরিক মহড়ার অংশ হিসেবে হয়েছে।
সাম্প্রতিক ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক চরম অবনমনের দিকে যাচ্ছে। ভারত সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে আর পাকিস্তান পাল্টা সিমলা চুক্তি স্থগিত করে আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুই কোম্পানির বাজিমাত
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- রবির অভিযোগের প্রেক্ষিতে তদন্তের মুখে গ্রামীণফোন
- ছাত্ররাজনীতি থাকবে কিন্তু কাঠামোগত পরিবর্তন আনতে হবে: বাগছাস
- অতর্কিত ঢাবি ও জবির ৪ শিক্ষার্থীকে ছুরিকাঘাত
- শেখ সেলিমের ২১টি বিও অ্যাকাউন্ট ও ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- আ’লীগকে ফিরিয়ে আনার অপচেষ্টায় বামপন্থীরা: ঢাবি শিবির