ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
ইসরাইলের অবরোধ : গাজায় ৫৭ ফিলিস্তিনির অনাহারে মৃত্যু
ডুয়া ডেস্ক: ইসরাইলের দুই মাসেরও বেশি সময় ধরে চলা সম্পূর্ণ অবরোধের কারণে গাজা উপত্যকায় অন্তত ৫৭ জন ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন। এই মানবিক সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপ চেয়েছে কাতার। খবরটি নিশ্চিত করেছে আলজাজিরা।
কাতার সরকার জানিয়েছে, ইসরাইলের কর্মকাণ্ডে ‘রাজনৈতিক ও নৈতিক দায়িত্ববোধের ঘাটতি’ স্পষ্ট। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, গাজার ওপর চলমান হামলাকে ‘সভ্যতার রক্ষা’ হিসেবে চিত্রায়িত করা—ইতিহাসে বারবার ব্যবহৃত সেই প্রচারণারই অংশ, যা নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অপরাধকে বৈধতা দিতে মিথ্যা বিবরণ ব্যবহার করে।
তিনি আরও বলেন, “গাজার জনগণ বর্তমানে আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। এটি কি সত্যিই সভ্যতার প্রতিচ্ছবি?”
এদিকে গাজার উদ্দেশ্যে সাহায্য পাঠানো ফ্রিডম ফ্লোটিলা আটকে আছে সমুদ্রে। তাদের একটি জাহাজ ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মাল্টা উপকূলে এখনো নিরাপদভাবে নোঙর করতে পারছে না। জাহাজে থাকা চারজন স্বেচ্ছাসেবক আহত হয়েছেন।
ফ্লোটিলার এক সদস্য ও অভিনেত্রী নিকোল জেনেস অভিযোগ করেন, “কেউ আমাদের সাহায্য করছে না।” তিনি বলেন, মাল্টিজ কর্তৃপক্ষ জাহাজে পৌঁছাতে চাওয়া স্বেচ্ছাসেবকদের আটকে দেয় এবং গ্রেফতারের হুমকি দেয়। বিদ্যুৎবিহীন জাহাজের স্বেচ্ছাসেবকেরা নতুন হামলার আশঙ্কায় রয়েছেন।
তিনি আরও যোগ করেন, “আমরা কল্পনাও করতে পারি না যে, গাজার নির্যাতিত মানুষের কাছে সাহায্য পাঠাতে চাওয়াটা আমাদের খলনায়ক বানিয়ে দিতে পারে।”
সহায়তা সংস্থাগুলো সতর্ক করেছে, গাজার জনগণ এখন অনাহারের মুখোমুখি এবং পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। আইন-শৃঙ্খলার ভাঙন দেখা দিয়েছে এবং খাবার ও ওষুধের জন্য শহরজুড়ে লুটপাটের ঘটনা বাড়ছে।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্চ মাসে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির ইতি টানার পর থেকেই গাজায় মানবিক সাহায্য প্রবেশ কার্যত বন্ধ রয়েছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, ওষুধ ও খাদ্য সংকটে হাজার হাজার ফিলিস্তিনি তাদের গাজা সিটি অফিসে জড়ো হয়েছিল, যার জেরে তাদের কর্মীদের সরিয়ে নিতে হয়েছে।
সংস্থাটির এক সিনিয়র কর্মকর্তা লুইস ওয়াটারিজ বলেছেন, “এই লুটপাট সহ্য করা কঠিন তবে এটি দীর্ঘস্থায়ী বঞ্চনারই স্বাভাবিক ফল।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়