ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল দক্ষিণ আমেরিকার ২ দেশ
ডুয়া ডেস্ক: বড় ধরনের ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা ও চিলি। দেশ দুটির দক্ষিণাঞ্চলে ৭.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির পরপরই আরও দুটি আফটারশক অনুভূত হয়।
এতে এখন পর্যন্ত প্রাণহানির কোনো খবর না মিললেও ভূমিকম্পের তীব্রতা এবং উপকূলের নিকটবর্তী অবস্থান বিবেচনায় চিলি কর্তৃপক্ষ সুনামির সতর্কতা জারি করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ‘স্থানীয় সময় শুক্রবার (২ মে) সকাল ৯টা ৫৮ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল দক্ষিণ আর্জেন্টিনার উশুয়াইয়া শহর থেকে প্রায় ২১৯ কিলোমিটার দক্ষিণে, ড্রেক প্যাসেজ অঞ্চলে। ভূমিকম্পটি উপকূলীয় অঞ্চলে বেশ তীব্রভাবে অনুভূত হয়।’
ভূমিকম্পের পরপরই চিলির সরকার উপকূলীয় এলাকাগুলোতে সুনামি সতর্কতা জারি করে এবং স্থানীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানায়।
চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় বলেন, “আমরা ম্যাগালানেস অঞ্চলজুড়ে উপকূলীয় এলাকা খালি করার আহ্বান জানাচ্ছি।”
চিলির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ (ওএনইএমআই ) এক বিবৃতিতে জানায়, ‘এটি একটি সতর্কতামূলক পদক্ষেপ। আমরা নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানাচ্ছি এবং অনুরোধ করছি যেন সবাই কর্তৃপক্ষ ও জরুরি সেবাদানকারী দলের নির্দেশনা অনুসরণ করেন।’
দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ‘উপকূলীয় বাসিন্দাদের সমুদ্রপৃষ্ঠ থেকে অন্তত ৩০ মিটার উঁচু নিরাপদ এলাকায় সরে যেতে বলা হয়েছে। যে কোনো সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সরকার প্রস্তুতি নিচ্ছে।’
তবে এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ও জরুরি উদ্ধারকারী দলগুলো সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
উল্লেখ্য, ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত চিলি ও আর্জেন্টিনায় অতীতেও একাধিক শক্তিশালী ভূমিকম্প ঘটেছে। ২০২৫ সালের এই সাম্প্রতিক ভূমিকম্পও সেই ধারাবাহিকতায় আরেকটি উল্লেখযোগ্য ভূ-কম্পন হিসেবে রেকর্ডে যোগ হলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)