ঢাকা, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২
পাকিস্তান সীমান্তে ভারতীয় ৫ সেনাঘাঁটিতে গোলাগুলি

ডুয়া ডেস্ক: কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর টানা আট রাত ধরে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সর্বশেষ বৃহস্পতিবার (১ মে) রাতেও দু’দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময় হয়। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান সেনাবাহিনী বিনা উসকানিতে গুলি চালিয়েছে বলে ভারতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, নওশেরা ও আখনুর সীমান্তবর্তী ভারতীয় চৌকিগুলোর দিকে পাকিস্তানের বিভিন্ন পোস্ট থেকে ছোট অস্ত্র দিয়ে গুলি চালানো হয়। ভারতীয় সেনাবাহিনীও এর জবাবে পাল্টা গুলি চালায়।
এই সংঘর্ষ এমন এক সময়ে ঘটছে, যখন ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে এক হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপড়েন নতুন মাত্রায় পৌঁছেছে। হামলার জন্য ভারত সীমান্তপারের জঙ্গিদের দায়ী করে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি কড়া পদক্ষেপ নিয়েছে।
ভারতের অভিযোগ, ২৪ এপ্রিল রাতে ‘সিন্ধু পানি চুক্তি’ স্থগিত করার কিছুক্ষণের মধ্যেই পাকিস্তান সীমান্তে গুলি চালানো শুরু করে। এরপর গত মঙ্গলবার পাকিস্তান গুলির আওতা বাড়িয়ে তা জম্মুর পারগওয়াল সেক্টর পর্যন্ত বিস্তৃত করে। ওই দিনই দুই দেশের সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা হটলাইনে কথা বলেন। ভারতের দাবি, তারা পাকিস্তানকে বিনা উসকানিতে গুলি ছোড়া বন্ধ করার সতর্কবার্তা দিয়েছে।
ভারতের নেওয়া পাল্টা পদক্ষেপের মধ্যে ছিল সিন্ধু পানি চুক্তি স্থগিত, আতারি সীমান্ত বন্ধ, এবং কূটনৈতিক সম্পর্ক খর্ব করা। এর জবাবে পাকিস্তানও তার আকাশসীমা ভারতীয় বিমান চলাচলের জন্য বন্ধ করে দেয় এবং দ্বিপাক্ষিক ও তৃতীয় দেশের মাধ্যমে সব ধরনের বাণিজ্য স্থগিত করে।
এছাড়া পাকিস্তান ভারতের পানি চুক্তি স্থগিতের ঘোষণা প্রত্যাখ্যান করে জানায়, যদি ভারত পানি সরবরাহ বন্ধ করে, তবে সেটিকে ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে বিবেচনা করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ বনাম পাকিস্তান,সরাসরি দেখবেন যেভাবে
- নতুন দিগন্তে বেক্সিমকো, শেয়ারবাজারে আশার আলো
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারের ৮ কোম্পানি
- দুই বছরের ডিভিডেন্ড পেল তালিকাভুক্ত কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৬ কোম্পানি
- বিএসইসি-ডিএসই’র নাকের ডগায় লোকসানি শেয়ার নিয়ে কারসাজি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইবনে সিনা ফার্মা
- চূড়ান্ত অনুমোদনের পথে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- দু্ই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজার নিয়ে অর্থনীতির দুই শীর্ষ নেতার কড়া সমালোচনা
- শেয়ারবাজার বিনিয়োগকারীদের প্রতারণার চাঞ্চল্যকর তথ্য ফাঁস
- ১৪ প্রতিষ্ঠান রদবদলে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা অন্ধকারে, বাড়ছে আতঙ্ক
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- উদ্যোক্তা পরিচালকদের বিনিয়োগ বেড়েছে ৪ কোম্পানিতে
- মুনাফা কমেছে জুতাশিল্পের দুই জায়ান্টের