ঢাকা, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২
চ্যাটজিপিটির পরামর্শে মামলায় জয়ী হলেন তরুণ

ডুয়া ডেস্ক: কাজাখস্তানের ২৩ বছর বয়সী এক তরুণ কোনো আইনজীবী নিয়োগ না করেই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি (ChatGPT) ব্যবহার করে আদালতের এক মামলায় জয় লাভ করেছেন। ট্র্যাফিক আইন ভঙ্গের অভিযোগে আরোপিত জরিমানা তিনি এআইয়ের সহায়তায় বাতিল করাতে সক্ষম হন।
অডিটি সেন্ট্রালের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ‘কাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল। তাই তিনি কিছুক্ষণ অপেক্ষা করার পর বাস লেন ব্যবহার করে গাড়িটিকে পাশ কাটিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এর ফলস্বরূপ দায়িত্বরত ট্রাফিক পুলিশ আইন ভঙ্গের জন্য তাঁকে ৫ হাজার ৮০০ টেঙ্গে (বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৩০০ টাকা) জরিমানা করেন।’
তবে কেনজেবেকের মতে, এই জরিমানা ছিল অন্যায্য, কারণ সে সময় তাঁর মাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন ছিল। এ কারণে তিনি ট্রাফিক পুলিশের দেওয়া জরিমানার বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নেন, যদিও পরে তাঁর আপিলটি প্রত্যাখ্যান করা হয়।
পরে কেনজেবেক আদালতে একটি মামলা করার সিদ্ধান্ত নেন। আর এই পুরো প্রক্রিয়ায় পরামর্শ নেওয়ার জন্য চ্যাটজিপিটি ব্যবহার করেন। একজন আইনজীবী নিয়োগ করার সামর্থ্য তাঁর ছিল না, তাই তিনি চ্যাটজিপিটির সাহায্য নিয়ে একাই মামলা লড়ার সিদ্ধান্ত নেন।
কেনজেবেক তার পরিস্থিতি চ্যাটজিপিটিকে ব্যাখ্যা করার পর এআই চ্যাটবট তাঁকে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেয় এবং একটি অভিযোগ লিখতে সাহায্য করে। এ সময় চ্যাটজিপিটি তাঁকে সময়সীমা থাকা সত্ত্বেও জরিমানা পরিশোধে তাড়াহুড়ো না করার পরামর্শও দেয়। কারণ, এটি দোষী সাব্যস্ত হওয়ার সমতুল্য হবে।
কিন্তু ইতিমধ্যেই তিনি জরিমানা পরিশোধ করেছিলেন। তবে তা সত্ত্বেও তিনি চ্যাটজিপিটির অন্যান্য নির্দেশ অনুসরণ করেন এবং আদালতে যান। সেখানে বিচারক তাঁকে বেশ কয়েকটি প্রশ্ন করেন, যার উত্তরে কেনজেবেক চ্যাটজিপিটির দেওয়া উত্তরগুলো স্পিচ সিন্থেসিস ফাংশন ব্যবহার করে পড়ে শোনান। বিচারক কেনজেবেকের উত্তরগুলো শোনেন এবং যৌক্তিক বিবেচনা করে তাঁর পক্ষে রায় দেন। জরিমানাও বাতিল করেন।
এই মামলায় বিজয়ের পর, কেনজেবেক ট্রাফিক পুলিশের বিরুদ্ধে উল্টো একটি দেওয়ানি মামলা দায়ের করেছেন। এতে তিনি ক্ষতিপূরণ হিসেবে জরিমানা এবং তার নষ্ট হওয়া সময়ের প্রতিও ক্ষতিপূরণ দাবি করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক ম্যাচের পরিসংখ্যান
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার