ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

'দেশে আর কখনও ইন্টারনেট বন্ধ হবে না'

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ১৮ ২১:০২:১১
'দেশে আর কখনও ইন্টারনেট বন্ধ হবে না'

দেশে আর কখনও ইন্টারনেট বন্ধ হবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে বাংলাদেশে স্টারলিংকের সেবা প্যাকেজ, কার্যক্রমের ধরণ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

উপকূলীয় বন্যার আশঙ্কায় থাকা এলাকাসহ পিছিয়ে পড়া এলাকাগুলোতে স্টারলিংকের ইন্টারনেট সংযোগ সবার আগে দেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলেও জানান ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি বলেন, গত বছরের ১৭ জুলাই সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছিল। সেই ঘটনার বর্ষপূর্তিতে আজ আমরা দৃঢ় প্রতিজ্ঞ, বাংলাদেশে আর কখনও ইন্টারনেট বন্ধ হবে না।

তিনি আরও জানান, ভবিষ্যতে যেন কেউ ইচ্ছেমতো ইন্টারনেট বন্ধ করতে না পারে, সেজন্য টেলিযোগাযোগ আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত