ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২
ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপ চাইল বিলাওয়াল

ডুয়া ডেস্ক: কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে ভারত-পাকিস্তান উত্তেজনা ক্রমেই বাড়ছে। দুই দেশের সেনাদের মধ্যে কয়েক দফা গোলাগুলি হয়েছে। সিন্ধু চুক্তি বাতিলসহ পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি।
ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিলাওয়াল এমন আহ্বান জানান। আজ বৃহস্পতিবার (১ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি ও জিওটিভি নিউজ এর বরাতে প্রতিবেদন প্রকাশ করে।
বেলাওয়াল পেহেলগাম হামলার ঘটনায় স্বচ্ছ, ন্যায্য এবং নিরপেক্ষ তদন্ত দাবি করেন। তিনি বলেন, “পাকিস্তানের বিরুদ্ধে ভারত অভিযোগ করায় সাম্প্রতিক উত্তেজনার জন্ম দিয়েছে।”
এ সময় আন্তর্জাতিক সম্প্রদায় সুষ্ঠু তদন্ত করে ঘটনার সুরাহার মাধ্যমে ভারত ও পাকিস্তানের মধ্যে সহযোগিতার উপযুক্ত পরিবেশ তৈরির গুরুত্বের ওপর জোর দেন তিনি।
পেহেলগাম ঘটনাকে ঘিরে দুই দেশের চলমান বিরোধ কূটনৈতিক প্রচেষ্টায় সমাধান না হলে পরিস্থিতি সহজেই পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন তিনি। তার মতে, যদি সুষ্ঠু তদন্ত নিশ্চিত না করা হয়, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়ের নির্লিপ্ততা এই অঞ্চলের স্থিতিশীলতাকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলতে পারে।
বিলাওয়াল ভুট্টো জারদারি বলেন, “যদি এটি না ঘটে (আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ) তবে বিষয়টি একটি সীমিত সংঘর্ষে রূপ নিতে পারে।”
তিনি সতর্ক করে বলেন, “বিমানবাহিনী বা অন্যান্য সামরিক খাতে সম্ভাব্য সংঘাতের ইঙ্গিত রয়েছে। এমন সংঘর্ষ একটি পূর্ণ-মাত্রার যুদ্ধে রূপ নিতে পারে।”
বিলাওয়াল যে কোনো ভারতীয় আগ্রাসনের জবাব দেওয়ার জন্য পাকিস্তানের পূর্ণ সক্ষমতা রয়েছে বলে জোর দেন। পাকিস্তানের সশস্ত্র বাহিনী, বিমানবাহিনী এবং নৌবাহিনীর প্রস্তুতির কথা তুলে ধরে তিনি বলেন, “আমাদের সশস্ত্র বাহিনী, বিমানবাহিনী এবং নৌবাহিনী সম্পূর্ণরূপে সক্ষম।”
ভারত ও পাকিস্তানের মধ্যে অতীতের যুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপট উল্লেখ করে বলেন, “আমাদের আশা- এটি আবার ঘটবে না। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যেন সুস্থ বিবেক প্রাধান্য পায়।”
একটি বড় ধরনের সংঘাতের সম্ভাব্য পরিণতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিলাওয়াল বলেন, “দুই দেশ পারমাণবিক শক্তিধর। আল্লাহ না করুন- যেন কোনো পারমাণবিক সংঘর্ষ না ঘটে।”
বিলাওয়াল বলেন, “সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরাধিকারীরা পাকিস্তানে বাস করেন। সিন্ধু সভ্যতার বৈধ উত্তরাধিকারী হিসেবে পাকিস্তান কখনই নদীর ওপর তার দাবি ত্যাগ করবে না। সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত বইবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ২৭ জুলাই : শেয়ারবাজারের সেরা ১১ খবর
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- বিকালে আসছে ২১ কোম্পানির ইপিএস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে প্রগতি লাইফ ইন্সুরেন্স