ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২
ভারতের ‘কোয়াডকপ্টার’ পাকিস্তানের আকাশে

ডুয়া ডেস্ক: ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা ফের চরমে পৌঁছেছে। সম্প্রতি কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনার পর থেকেই দুই দেশের সেনাবাহিনীর মধ্যে নিয়মিত গোলাগুলি চলছে। এমন পরিস্থিতিতে ভারতের একটি কোয়াডকপ্টার পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে প্রবেশ করে বলে দাবি করেছে ইসলামাবাদ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, লাইন অব কন্ট্রোলের (এলওসি) কাছে ভিম্বার জেলার মানাওয়ার সেক্টরে ভারতীয় একটি কোয়াডকপ্টার ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী।
প্রতিবেদনে বলা হয়েছে, কোয়াডকপ্টারটি সীমান্ত এলাকায় নজরদারির চেষ্টা করছিল। তবে পাকিস্তানি সেনারা তৎপরতার সঙ্গে সেটিকে নামিয়ে ফেলে। নিরাপত্তা বাহিনীর ভাষ্যমতে এ ধরনের সীমান্ত লঙ্ঘনের বিরুদ্ধে তারা সর্বদা প্রস্তুত এবং দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম।
কোয়াডকপ্টার মূলত একটি ধরনের ড্রোন, যা চারটি ঘূর্ণায়মান প্রপেলারের মাধ্যমে আকাশে ওড়ে। এটি প্রায়ই সামরিক নজরদারি, সীমান্ত পর্যবেক্ষণ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত হয়।
প্রসঙ্গত, ২২ এপ্রিল পহেলগামের হামলার পর থেকেই ভারত ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। ভারত পাকিস্তানের প্রতি কড়া অবস্থান নিয়ে আটারি সীমান্ত বন্ধ করেছে, সব ধরনের ভিসা বাতিল করেছে এবং সিন্ধু নদ চুক্তি স্থগিত করেছে।
জবাবে পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নিয়েছে। তারা সিমলা চুক্তি স্থগিত করেছে, ভারতের সঙ্গে আকাশপথ ও বাণিজ্য সংযোগ বন্ধ ঘোষণা করেছে।
বিশ্লেষকরা বলছেন, কাশ্মীরে হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ভারত এখনও প্রমাণ উপস্থাপন করতে পারেনি। ফলে আন্তর্জাতিক মহলে ভারতের কড়া অবস্থান ন্যায়সঙ্গত প্রমাণ করা কঠিন হতে পারে। তবে পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়লে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুই কোম্পানির বাজিমাত
- রবির অভিযোগের প্রেক্ষিতে তদন্তের মুখে গ্রামীণফোন
- ছাত্ররাজনীতি থাকবে কিন্তু কাঠামোগত পরিবর্তন আনতে হবে: বাগছাস
- অতর্কিত ঢাবি ও জবির ৪ শিক্ষার্থীকে ছুরিকাঘাত
- শেখ সেলিমের ২১টি বিও অ্যাকাউন্ট ও ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- আ’লীগকে ফিরিয়ে আনার অপচেষ্টায় বামপন্থীরা: ঢাবি শিবির