ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
ভয়ে নতুন সিদ্ধান্ত নিলো ভারত
ডুয়া ডেস্ক: কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। হামলার পরপরই সীমান্তে উভয় দেশের সেনাদের মধ্যে বেশ কয়েকবার গোলাগুলির ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে নতুন পদক্ষেপ নিয়েছে ভারত সরকার।
মঙ্গলবার (২৯ এপ্রিল) আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানানো হয়, জম্মু-কাশ্মীরে আরও হামলার আশঙ্কা করছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। সেই আশঙ্কায় জম্মু-কাশ্মীরের ৮৭টি পর্যটনকেন্দ্রের মধ্যে ৪৮টি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের মতে, সন্ত্রাসীরা ফের বড় ধরনের হামলার ছক কষছে এবং বেশ কিছু ‘স্লিপার সেল’ ইতোমধ্যেই সক্রিয় হয়েছে।
গোয়েন্দা সূত্রে আরও জানা গেছে, হামলার লক্ষ্য হতে পারে কোনো জনপ্রিয় পর্যটনকেন্দ্র। সেই সম্ভাবনা মাথায় রেখেই এই সতর্কতামূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে ২২ এপ্রিল পেহেলগামে হামলার পর ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে। প্রতিক্রিয়ায় ভারত আটারি সীমান্ত বন্ধ করে দেয়, পাকিস্তানিদের ফেরত পাঠানো হয় এবং সব ধরনের ভিসা বাতিল করে দেওয়া হয়। একই সঙ্গে ভারত স্থগিত করে সিন্ধু নদের পানিবণ্টন চুক্তিও।
পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও নেয় একই ধরনের পদক্ষেপ। ভারত সিন্ধু চুক্তি স্থগিত করায় পাকিস্তান সিমলা চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। পাশাপাশি ইসলামাবাদ জানায়, ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ এবং পাকিস্তানের আকাশসীমা ভারতের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
উভয় দেশের সরকারপ্রধান ও উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বক্তব্যে যুদ্ধের আশঙ্কা জোরালো হচ্ছে। যদিও কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ভারত এখনও পাকিস্তানের বিরুদ্ধে কাশ্মীর হামলার কোনো দৃঢ় প্রমাণ উপস্থাপন করতে পারেনি। এমন অবস্থায় আন্তর্জাতিক মহলে ভারতের যেকোনো আক্রমণাত্মক পদক্ষেপের বৈধতা পাওয়া কঠিন হতে পারে। তবে যদি উত্তেজনা আরও বাড়ে তাহলে পারমাণবিক শক্তিধর এই দুই দেশের মধ্যে সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- নবম পে-স্কেল ২০২৫: ২০টি গ্রেডের পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- কর্পোরেট পরিচালকের ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল