ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২
হা’মলার দিন কেন ছিল না ভারত সেনা; যা বলল সরকার

ডুয়া ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। গত মঙ্গলবার এ হামলাকে সামনে রেখে বিভিন্ন প্রশ্ন সামনে আসছে। এমনকি বৃহস্পতিবার সন্ধ্যায় ডাকা সর্বদলীয় বৈঠকে কেন্দ্র সরকারকেও এ নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছে। হামলার দিন পহেলগামে সেনা ছিল না কেন তারও উত্তর দিয়েছে সরকার।
আজ শুক্রবার (২৫ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বৈঠকে প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী প্রশ্ন তোলেন, হামলার সময় বাইসারান এলাকায় কোনো নিরাপত্তা বাহিনী মোতায়েন ছিল না কেন। এই প্রশ্নে সমর্থন জানিয়েছেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে এবং আম আদমি পার্টির সংসদ সদস্য সঞ্জয় সিংসহ অন্য নেতারাও।
সরকার পক্ষ জানায়, ‘প্রতি বছর জুন মাসে শুরু হওয়া অমরনাথ যাত্রার আগে সাধারণত বাইসারানে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। কিন্তু এ বছর এপ্রিলের ২০ তারিখ থেকেই স্থানীয় ট্যুর অপারেটররা সেখানে পর্যটক নিয়ে যেতে শুরু করেন, যা প্রশাসনকে অবহিত না করেই করা হয়। ফলে তখনো কোনো নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়নি।’
বৈঠকে বিরোধী দলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়—ভারতের যদি পর্যাপ্ত জলাধার না-ই থাকে, তাহলে সিন্ধু নদী চুক্তি স্থগিত করার কারণ কী? জবাবে সরকার জানায়, এই সিদ্ধান্তের উদ্দেশ্য তাৎক্ষণিক কোনো ফল নয়; বরং এটি একটি প্রতীকী ও কৌশলগত পদক্ষেপ। সরকারের ভাষায়, এর মাধ্যমে বিশ্বের কাছে ভারতের কঠোর অবস্থানের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে, তাও এই ঘোষণার মাধ্যমে আভাস দেওয়া হয়েছে।
বৈঠকের শুরুতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরেন। এরপর গোয়েন্দা ব্যুরোর (আইবি) পরিচালক তপন ডেকা হামলার সময়কাল, গোয়েন্দা তথ্য এবং হামলার পর নেওয়া পদক্ষেপ নিয়ে একটি বিশদ উপস্থাপনা দেন।
বৈঠকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, এনসিপি-এসপির সুপ্রিয়া সুলে ও প্রফুল্ল পটেল, বিজেডির সসমিত পাত্র, শিব সেনার শ্রীকান্ত শিন্ডে, আরজেডির প্রেমচাঁদ গুপ্ত, ডিএমকের তিরুচি শিভা এবং সমাজবাদী পার্টির রাম গোপাল যাদবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি