ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২
উত্তেজনা ‘সর্বাত্মক যুদ্ধে’ রূপ নিতে পারে : পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

ডুয়া ডেস্ক: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, পারমাণবিক শক্তিধর এই দুই দেশের মধ্যে বিরোধ বাড়তে থাকলে তা ‘সর্বাত্মক যুদ্ধে’ রূপ নিতে পারে, যা গোটা বিশ্বের জন্য উদ্বেগের কারণ হওয়া উচিত।
ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এ বিষয়ে জিও নিউজ শুক্রবার (২৫ এপ্রিল) একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
সাম্প্রতিক একটি সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত সরকার পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ সেই অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে। পাকিস্তান একে 'ফলস ফ্ল্যাগ অপারেশন' বলে উল্লেখ করেছে।
খাজা আসিফ বলেন, ‘‘পাকিস্তানের সেনাবাহিনী যে কোনো ধরনের পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত। যদি ভারত কোনো আক্রমণ চালায় তাহলে পাকিস্তান তার উপযুক্ত জবাব দেবে। আক্রমণ যদি সর্বাত্মক হয়, প্রতিক্রিয়াও হবে সর্বাত্মক।’’
তবে তিনি আরও বলেন, কূটনৈতিক উপায়ে বিষয়টির সমাধান সম্ভব বলে তিনি এখনও আশাবাদী। বিশ্বের উদ্বিগ্ন হওয়া উচিত কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘দুই পারমাণবিক দেশের মধ্যে সংঘর্ষ সবসময়ই ভীতিকর। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে পরিণতি হতে পারে ভয়াবহ।’’
এর আগে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্পষ্টভাবে বলেন, পাকিস্তানের এই হামলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। বরং পাকিস্তান সব ধরণের সন্ত্রাসবাদকে প্রত্যাখ্যান করে। তার মতে, ভারতের উচিত পেহেলগাম হামলার নিরপেক্ষ তদন্ত করা।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল বিকেলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামের বৈসরন উপত্যকায় পর্যটকদের ওপর চালানো সন্ত্রাসী হামলায় প্রাণ হারান ২৬ জন। পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার স্থানীয় শাখা দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট এ হামলার দায় স্বীকার করেছে।
এদিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনায়। বৃহস্পতিবার রাতে সংঘটিত এই ঘটনায় কেউ হতাহত হননি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুই কোম্পানির বাজিমাত
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- রবির অভিযোগের প্রেক্ষিতে তদন্তের মুখে গ্রামীণফোন
- ছাত্ররাজনীতি থাকবে কিন্তু কাঠামোগত পরিবর্তন আনতে হবে: বাগছাস
- অতর্কিত ঢাবি ও জবির ৪ শিক্ষার্থীকে ছুরিকাঘাত
- শেখ সেলিমের ২১টি বিও অ্যাকাউন্ট ও ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- আ’লীগকে ফিরিয়ে আনার অপচেষ্টায় বামপন্থীরা: ঢাবি শিবির
- চলতি সপ্তাহে ৬ কোম্পানির ডিভিডেন্ড অনুমোদন