ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
কাশ্মীর ইস্যুতে পাকিস্তান সেনাপ্রধানের পুরোনো বক্তব্য ফের ভাইরাল
ডুয়া ডেস্ক: ভারতের জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেক। হিমালয়ের মনোরম অঞ্চলে অবস্থিত এই জনপ্রিয় পর্যটন এলাকায় মঙ্গলবার বিকেলে ঘটে যাওয়া হামলাটি দেশটির সাম্প্রতিক ইতিহাসে অন্যতম ভয়াবহ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। মূলত পর্যটকদের লক্ষ্য করে চালানো এই হামলা গোটা ভারতজুড়ে শোক এবং ক্ষোভের সঞ্চার করেছে।
এ ঘটনার পর পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের একটি পুরোনো বক্তব্য আবারও উঠে এসেছে আলোচনায়। ভারতীয় বিশ্লেষকদের একাংশ এই বক্তব্যকে সাম্প্রতিক হামলার সঙ্গে সম্পর্কিত বলে মনে করছেন।
সেনাপ্রধানের বক্তব্য কী ছিল?
১৬ এপ্রিল, ইসলামাবাদে প্রবাসী পাকিস্তানিদের এক সম্মেলনে জেনারেল মুনির বলেন,
“কাশ্মীর আমাদের ঘাড়ের শিরা ছিল এবং থাকবে। আমরা এটি ভুলে যেতে পারি না। কাশ্মীরি ভাইদের সংগ্রামে আমরা তাদের পাশে আছি।”
তিনি আরও বলেন, প্রবাসী পাকিস্তানিদের উচিত তাদের সন্তানদের পাকিস্তানের ইতিহাস ও আদর্শ সম্পর্কে শিক্ষা দেওয়া।
“আমাদের পূর্বপুরুষেরা বিশ্বাস করতেন, হিন্দুদের থেকে আমাদের ধর্ম, সংস্কৃতি ও চিন্তাভাবনা সম্পূর্ণ আলাদা। সেটাই ছিল দ্বি-জাতি তত্ত্বের ভিত্তি।”
পহেলগামের হামলার বিবরণ
পহেলগামের বৈসরান উপত্যকার পাহাড়ঘেরা এলাকায় এই হামলাটি সংঘটিত হয়। পর্যটকদের উদ্দেশ্য করেই সন্ত্রাসীরা গুলি চালায় ও বিস্ফোরণ ঘটায় বলে জানা যায়। হামলায় নিহতদের মধ্যে ২৫ জন ভারতীয় ও একজন নেপালি নাগরিক রয়েছেন। বেঁচে যাওয়া কিছু পর্যটকের মোবাইল ফোনে ধারণকৃত ভিডিওতে দেখা যায়, মৃতদেহ ছড়িয়ে আছে, আহতরা কাঁদছে এবং সাহায্যের জন্য আহ্বান জানাচ্ছে।
হামলার জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দ্রুত দেশে ফেরেন।
হামলার দায় স্বীকার করেছে একটি সন্ত্রাসী গোষ্ঠী
ভারতীয় গোয়েন্দাদের দাবি অনুযায়ী, পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার (LeT) ছায়া গোষ্ঠী রেজিস্ট্যান্স ফ্রন্ট (The Resistance Front - TRF) এই হামলার দায় স্বীকার করেছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক বার্তায় তারা দাবি করেছে, “৮৫,০০০-এরও বেশি বহিরাগতকে এই অঞ্চলে বসতি স্থাপনের মাধ্যমে জনসংখ্যার ভারসাম্য পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে”, যা তারা মেনে নেবে না।
এই ঘটনার পর কাশ্মীর ইস্যু নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে। ভারত এ হামলার কড়া প্রতিবাদ জানিয়েছে এবং আন্তর্জাতিক মহলেও ঘটনার প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ