ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২
সৌদি থেকে তড়িঘড়ি করে ভারতে ফিরলেন মোদি
ডুয়া ডেস্ক: ভারত-শাসিত জম্মু-কাশ্মিরে অনন্তনাগ জেলার পেহেলগাম এলাকায় ভয়াবহ এক সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন। এই মর্মান্তিক ঘটনার পরপরই সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি করে দেশে ফিরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, মঙ্গলবারের এই হামলাকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী বেসামরিক হামলা হিসেবে বিবেচনা করছে ভারতীয় কর্তৃপক্ষ। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে মোদি নির্ধারিত সময়ের আগেই বুধবার সকালেই নয়াদিল্লিতে ফিরে আসেন। মূলত তার সফর শেষ হওয়ার কথা ছিল বুধবার রাতেই।
সফরের সংক্ষিপ্তকরণের বিষয়ে সৌদি নেতৃত্বকে অবহিত করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সৌদি আরবে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সুহেল আজাজ খান জানান, “কাশ্মিরে ঘটে যাওয়া হামলা নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি এই হামলার নিন্দা জানিয়েছেন এবং সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ভারত-সৌদি সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন।”
দেশে ফিরে মোদি দিল্লিতে 'ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি'-এর এক জরুরি বৈঠকে সভাপতিত্ব করবেন, যেখানে কাশ্মিরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে সরকারি সূত্রে জানা গেছে।
এদিকে, এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি লেখেন, “কাশ্মিরে হামলার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে আছে যুক্তরাষ্ট্র। নিহতদের প্রতি শ্রদ্ধা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এখন গভীর উদ্বেগ বিরাজ করছে এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে সরকারের কড়া অবস্থান নেওয়ার ইঙ্গিত মিলেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ৩০০ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করলো ইসি
- নবম পে-স্কেল ২০২৫: ২০টি গ্রেডের পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ
- কবে থেকে পুরো মাত্রায় কার্যকর হচ্ছে নবম পে স্কেল?