ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
সিরিয়া থেকেও মার্কিন সেনা প্রত্যাহার শুরু, ইসরায়েলের উদ্বেগ
ডুয়া ডেস্ক: সিরিয়ার দেইর আয-জোরের কনেকো ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হয়েছে। এ বিষয় নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে ইসরায়েল। আগামী দুই মাসের মধ্যে পুরোপুরি সেনা প্রত্যাহারের লক্ষ্যে এ প্রক্রিয়া শুরু হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, প্রথম দফার সেনা বহর ঘাঁটি ছেড়েছে প্রায় দশ দিন আগে। সর্বশেষ বুধবার রাতে ২০০-র বেশি সামরিক যান ইরবিলের উদ্দেশ্যে রওনা দেয়।
ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা তাদের ইসরায়েলি অংশীদারদের জানিয়েছেন সেনা প্রত্যাহার ধাপে ধাপে আগামী দুই মাসের মধ্যে সম্পন্ন হবে। তবে এক শীর্ষস্থানীয় ইসরায়েলি কর্মকর্তা মনে করেন এটি সম্পূর্ণ নয় বরং আংশিক প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্র এখনো কিছু সেনা রেখে যাওয়ার চেষ্টা করছে।
ইসরায়েলের আশঙ্কা, এই পদক্ষেপে তুরস্ক সিরিয়ায় আরও প্রভাব বিস্তারের সুযোগ পাবে, যা আঙ্কারা ও তেলআবিবের মধ্যকার উত্তেজনা বাড়াতে পারে।
এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এই প্রক্রিয়ায় সিরিয়ায় মোতায়েন মার্কিন সেনার সংখ্যা অর্ধেকে নেমে আসতে পারে। তবে আরেক কর্মকর্তা এ নিয়ে নিশ্চিত করে কিছু বলেননি এবং ইরানের সঙ্গে চলমান আলোচনার সময় সেনা কমানোর বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
উল্লেখ্য, কনেকো ঘাঁটিতে একটি প্রশিক্ষণ কেন্দ্র, হেলিপ্যাড, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও ব্রাডলি যুদ্ধযান রয়েছে।
এর আগে ফেব্রুয়ারিতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর থেকে সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত পাওয়া যায়। প্রেসিডেন্ট বাইডেন মন্তব্য করেছিলেন, “আমরা সিরিয়ায় নেই, ওটা ওদের নিজেদের সমস্যা।”
সিরিয়ায় নতুন সরকার ক্ষমতায় আসার পর দেশটি আঞ্চলিক ও বৈশ্বিক সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছে। মার্চে যুক্তরাষ্ট্র কিছু শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞা শিথিলের প্রস্তাব দিলেও ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে নতুন সরকারের প্রতি তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- নবম পে-স্কেল ২০২৫: ২০টি গ্রেডের পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- রাতেই হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল, যেভাবে দেখবেন
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল