ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
চীনে ৮৩৮টি ফ্লাইট বাতিল, ট্রেন চলাচল বন্ধ
ডুয়া নিউজ: চীনের রাজধানী বেইজিং ও আশপাশের উত্তরাঞ্চলে প্রবল বাতাসের কারণে ৮৩৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ট্রেন চলাচলও স্থগিত রয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার (১২ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিটের মধ্যে বেইজিংয়ের দুটি প্রধান বিমানবন্দরে এ বাতিলের ঘটনা ঘটে।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, বেইজিংয়ে ঘণ্টায় ৯৩ মাইল গতিবেগে বাতাস বইছে, যা গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী। এ দমকা হাওয়া রবিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তাই পর্যটন স্পট ও ঐতিহাসিক স্থানগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এই পরিস্থিতিতে শুক্রবার থেকেই লক্ষাধিক মানুষকে ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কিছু রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সতর্ক করেছে, ৫০ কেজির কম ওজনের মানুষ সহজেই বাতাসে উড়ে যেতে পারেন। ঝড়ের কারণে বেইজিংয়ের বিমানবন্দর এক্সপ্রেস সাবওয়ে লাইনসহ বেশ কিছু উচ্চগতির রেল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এছাড়া, শহরের পার্কগুলোও বন্ধ রাখা হয়েছে এবং প্রায় ৩০০টি গাছ উপড়ে গেছে।
বেইজিংয়ের ২২ মিলিয়ন বাসিন্দাকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে বলা হয়েছে। বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্যন্ত হতাহত হওয়ার খবর নেই।
একজন স্থানীয় বাসিন্দা রয়টার্সকে বলেছেন, “বেইজিংয়ের সবাই এ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন, তবে রাস্তায় লোকের উপস্থিতি ততটা কম নয়।”
ঝেজিয়াং প্রদেশের এক ব্যবসায়ী জানান, প্রবল বাতাসের কারণে পূর্ব নির্ধারিত সব ফ্লাইট বাতিল হয়েছে। তিনি বলেন, “আমি কিছুদিন পর নতুন করে টিকিট কাটব। আসলে এখন শুধু বেইজিংয়ে আটকে আছি।” আবহাওয়া বিভাগ জানিয়েছে মঙ্গোলিয়ার উপর দিয়ে আসা শীতল ঘূর্ণাবর্তের কারণে এই প্রবল বাতাসের সৃষ্টি হয়েছে এবং শনিবারই বাতাসের গতিবেগ সবচেয়ে বেশি হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক