ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
মহার্ঘ ভাতা কবে আসবে? অর্থ উপদেষ্টার মন্তব্যে বাড়ল ধোঁয়াশা

ডুয়া ডেস্ক : দেশজুড়ে সরকারি চাকরিজীবীদের মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—মহার্ঘ ভাতা কবে আসবে? প্রত্যাশা ও অনিশ্চয়তার কেন্দ্রে দাঁড়িয়ে আছে অর্থ মন্ত্রণালয়ের সম্ভাব্য ঘোষণা। এই নিয়েই আলোচনার পারদ চড়েছে আরও একধাপ, যখন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের এক মন্তব্য নতুন করে প্রশ্নের জন্ম দেয়।
গত মঙ্গলবার এক প্রতিক্রিয়ায় অর্থ উপদেষ্টা বলেন, “মহার্ঘ ভাতার ঘোষণা কে দিল? আমি জানি না। অর্থ মন্ত্রণালয়ের কাছে এমন কিছু আসেনি।”
তিনি আরও বলেন, “ঘোষণা যদি হয়, তা তো মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ছাড়া সম্ভব নয়।” তার এই বক্তব্য থেকে স্পষ্ট—এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।
এই অবস্থান থেকে বোঝা যায়, সরকার এখনো বিষয়টি পরিপূর্ণভাবে বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পথে রয়েছে। অর্থ উপদেষ্টার বক্তব্যে এক ধরনের প্রশাসনিক সতর্কতার ইঙ্গিতও স্পষ্ট।
এর আগে, ৯ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান বলেছিলেন, আগামী ৩০ জুনের মধ্যে সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। যদিও এখন পর্যন্ত সেই ঘোষণা বাস্তব রূপ পায়নি।
সচিবালয়ে আলোচনায় উঠে আসে, মহার্ঘ ভাতা নিয়ে একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এই তথ্য থেকেই অনেকে ধারণা করেছিলেন, ঘোষণা আসা শুধু সময়ের অপেক্ষা। কিন্তু ড. সালেহউদ্দিনের মন্তব্যে বোঝা যাচ্ছে, সেই প্রস্তাব এখনো অনুমোদনের পর্যায়ে যায়নি।
এই অনিশ্চয়তা সরকারি চাকরিজীবীদের মধ্যে হতাশা ও বিভ্রান্তি তৈরি করছে। অর্থ উপদেষ্টা সরাসরি বলেছেন, “আমরা তো এখনও ঘোষণা দিইনি। আমি তো এখনও সিদ্ধান্ত দিইনি।” অর্থাৎ, সরকার এখনো বাজেটের প্রস্তুতি, মূল্যস্ফীতির হার ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করে সিদ্ধান্ত নিতে চায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা
- ‘শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই’
- শেয়ার কারসাজিকারীদের শাস্তি ১০ বছর করার প্রস্তাব