ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
ব্যাংকে যত টাকা রাখলে মিলবে শুল্ক ছাড়
.jpg)
সাধারণ ব্যাংক গ্রাহকদের জন্য নতুন প্রস্তাবিত বাজেটে কিছুটা স্বস্তির খবর এসেছে। আগের বছরে ব্যাংকে একবার এক লাখ টাকার বেশি জমা হলে ১৫০ টাকা আবগারি শুল্ক দিতে হতো। প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এই সীমা বাড়িয়ে তিন লাখ টাকা করা হয়েছে। অর্থাৎ, এখন থেকে ব্যাংকে পুরো বছরজুড়ে জমার পরিমাণ যদি তিন লাখ টাকার কম থাকে, তাহলে কোনো শুল্ক দিতে হবে না। তবে কেউ যদি তিন লাখ টাকা বা তার বেশি জমা রাখেন, তাহলে শুল্ক প্রযোজ্য হবে।
সোমবার (২ জুন) বিকেলে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিসহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে বাজেট প্রস্তাব উপস্থাপনকালে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এসব তথ্য জানান।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, সাধারণ জনগণের ওপর চাপ কমাতে কয়েকটি খাতে ভ্যাট ও আবগারি শুল্ক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—ব্যাংকে এক লাখ টাকার পরিবর্তে এখন তিন লাখ টাকা পর্যন্ত স্থিতির ওপর কোনো আবগারি শুল্ক আরোপ করা হবে না।
২০২৫-২৬ অর্থবছরের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবিত বাজেট দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং প্রবৃদ্ধির ধারা ধরে রাখার লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে। এবারের বাজেট কিছু গুরুত্বপূর্ণ নতুন দিক নিয়ে এসেছে, যা পূর্ববর্তী বছরগুলোর তুলনায় ভিন্নধর্মী। বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে প্রায় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের মূল বাজেটের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার হ্রাস পেয়েছে।
রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। প্রস্তাবিত বাজেট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা, যা দেশের মোট জিডিপির ৩.৬২ শতাংশ। এই ঘাটতি পূরণে সরকার বৈদেশিক ঋণ, ব্যাংক ঋণ এবং সঞ্চয়পত্রের ওপর নির্ভর করবে।
অর্থ উপদেষ্টা বলেন, অল্প সময়ের মধ্যে বেশ কয়েকটি কঠিন চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করে অর্থনীতিকে স্থিতিশীল অবস্থানে আনা সম্ভব হয়েছে। তবে চূড়ান্ত সফলতা অর্জনে এখনো অনেক কাজ বাকি। সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতির হার কিছুটা কমলেও তা এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এর পাশাপাশি, মার্কিন যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের প্রভাবও বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তিনি সতর্ক করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- সাত কোম্পানিতে বিনিয়োগ বেড়েছে উদ্যোক্তা পরিচালকদের
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ঢাবির হলে ধূমপায়ীদের সিট না দেওয়ার ঘোষণা; প্রশংসায় ভাসছেন প্রভোস্ট
- স্টক ডিভিডেন্ড পেল ৩ কোম্পানির বিনিয়োগকারীরা
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ২৬ জুলাই : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা