ঢাকা, শুক্রবার, ২০ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২
নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়ছে
.jpg)
৭ লাখ ৯০ হাজার কোটি টাকা ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে। সরকার বাজেটে রাজস্ব আদায় ও দেশীয় শিল্প সুরক্ষায় বেশকিছু পণ্যের ওপর কর, শুল্ক ও ভ্যাট আরোপ করতে যাচ্ছে। যার প্রভাবে বাজারে কিছু পণ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে।
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেশ কয়েকটি পণ্যের ওপর শুল্ক ও ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত আসতে যাচ্ছে। এতে বাড়তে পারে পণ্যের মূল্য, ভোক্তাদের ওপর বাড়তে পারে চাপ।
১. এসি ও ফ্রিজে ভ্যাট বাড়ছেবর্তমানে এসি ও ফ্রিজ উৎপাদনে ভ্যাট হার সাড়ে ৭ শতাংশ থাকলেও আগামী অর্থবছরে তা বাড়িয়ে ১৫ শতাংশ করার পরিকল্পনা রয়েছে এনবিআরের। ফলে এসব পণ্যের দাম উল্লেখযোগ্য হারে বাড়তে পারে।
২. মোটরসাইকেল ও সাইকেল যন্ত্রাংশগত বাজেটে মোটরসাইকেলের ইঞ্জিন যন্ত্রাংশে অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করা হলেও তেমন দাম কমেনি। এবার এসব যন্ত্রাংশের ওপর পুনরায় শুল্ক আরোপ হতে পারে, যার ফলে দাম বাড়বে।
৩. সিগারেট ও সিগারেট পেপারসিগারেটের শুল্ক আগেই বাড়ানো হলেও এবার সিগারেট পেপারের ওপর সম্পূরক শুল্ক ৬০ শতাংশ থেকে বাড়িয়ে ১০০ শতাংশ করার প্রস্তাব রয়েছে। এতে মূল্য আরও বাড়তে পারে।
4. দেশীয় মোবাইল ফোনদেশে উৎপাদিত ও সংযোজিত মোবাইল ফোনে হ্রাসকৃত ভ্যাটহার ২ থেকে আড়াই শতাংশ পর্যন্ত বাড়ানো হচ্ছে। ফলে দেশে তৈরি ফোনের দাম কিছুটা বাড়তে পারে।
৫. ব্যাটারিচালিত রিকশা১২০০ ওয়াট ডিসি মোটরের কাস্টমস শুল্ক ১ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব থাকায় ব্যাটারিচালিত রিকশার দাম বাড়তে পারে।
৬. রড ও স্টিলনির্মাণ খাতে ব্যবহৃত রড ও স্টিলে আমদানি ও উৎপাদন পর্যায়ে ভ্যাট বাড়ানো হচ্ছে। আমদানি ভ্যাট ২০-২৩ শতাংশ ও উৎপাদনে ২০ শতাংশ করার পরিকল্পনা রয়েছে। এতে প্রতি টনে রডের দাম বাড়তে পারে প্রায় ১,৪০০ টাকা।
৭. কসমেটিক্স পণ্যলিপস্টিক, আইলাইনার, মেকআপ সামগ্রীর শুল্কায়ন মূল্য বাড়ানো হচ্ছে। যেমন—লিপস্টিকের ক্ষেত্রে ন্যূনতম মূল্য ২০ ডলার থেকে বাড়িয়ে ৪০ ডলার করা হতে পারে।
৮. ওয়ান টাইম প্লাস্টিক পণ্যএকবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্যের ওপর ভ্যাট দ্বিগুণ করে ১৫ শতাংশ করার প্রস্তাব রয়েছে। তবে প্রাকৃতিক বা পরিবেশবান্ধব বিকল্প পণ্যে কোনো ভ্যাট বসানো হবে না।
৯. শেভিং ব্লেডস্টেইনলেস ও কার্বন স্টিল স্ট্রিপ থেকে তৈরি ব্লেডের উৎপাদন পর্যায়ে ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭ শতাংশ করা হচ্ছে।
১০. প্লাস্টিক গৃহস্থালি সামগ্রীটেবিলওয়্যার, কিচেনওয়্যার, হাইজেনিক ও টয়লেট পণ্যে উৎপাদন পর্যায়ে ভ্যাট ৭.৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হচ্ছে, যার ফলে দাম বাড়বে।
১১. দেশীয় সুতাটেক্সটাইল মিলে উৎপাদিত কটন সুতা ও সিনথেটিক ফাইবারভিত্তিক সুতায় সুনির্দিষ্ট কর প্রতি কেজিতে ৩ টাকা থেকে বাড়িয়ে ৫ টাকা করা হচ্ছে।
১২. হেলিকপ্টার আমদানিআগে শুল্কমুক্ত থাকলেও এখন হেলিকপ্টার আমদানিতে ১০ শতাংশ শুল্ক বসানোর প্রস্তাব রয়েছে।
১৩. বিদেশি চকলেট ও খেলনাবিদেশি চকলেট আমদানির ক্ষেত্রে শুল্কায়নের ন্যূনতম মূল্য ৪ ডলার থেকে বাড়িয়ে ১০ ডলার করা হচ্ছে। একইভাবে বিদেশি খেলনার ট্যারিফ মূল্য বাড়ানোর প্রস্তাব থাকায় এগুলোর দাম বাড়বে।
১৪. অন্যান্য পণ্যশুল্ক ও কর বৃদ্ধির প্রস্তাব থাকায় তারকাঁটা, স্ক্রু, নাট-বোল্ট, ইলেকট্রিক হার্ডওয়্যার, পোল ফিটিংস, তামাক বীজ ও দরজার তালার মতো পণ্যের দামও বাড়তে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ডের উপর উচ্চ কর: শেয়ারবাজারের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ
- বদলে গেছে ধারণা, বিস্মিত ইসরায়েল
- শেয়ারবাজারের শর্ত পূরণে ৬০ কোম্পানিকে বিএসইসির আল্টিমেটাম
- ‘বিপর্যয় থেকে বিশ্ব মাত্র কয়েক মিনিট দূরে’
- মূলধন বাড়ানোর সিদ্ধান্ত শেয়ারবাজারের ১৩ ব্যাংকের
- নীলক্ষেত হোস্টেল থেকে ঢাবির সাবেক শিক্ষার্থীর ম’রদেহ উদ্ধার
- ইরানকে হা-ম-লা বন্ধে প্রস্তাব
- ঢাবিতে হটাৎ ছাত্রলীগের বিক্ষোভ, ককটেল বি-স্ফো-র-ণ
- কারাগারে ফাঁসিতে ঝুললেন সেই অস্ত্রধারী আ’লীগ নেতা
- একাধিক মিসাইল ছুঁড়েছে উত্তর কোরিয়া
- দুই বড় খবরের মধ্যে আজ খুলছে দেশের শেয়ারবাজার
- ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাবিতে ক্লাস ছুটি কতদিন, যা জানা গেল
- লন্ডন ছাড়ছেন তারেক রহমান
- দুর্বল ১৫ আর্থিক প্রতিষ্ঠান বিলুপ্তির চিন্তাভাবনা করছে বাংলাদেশ ব্যাংক
- জেরুজালেম ও তেল আবিবে বড় বিস্ফোরণ, ট্রাম্পের জরুরি বৈঠক