ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২
কেন নামছে শেয়ারবাজার? জানুন কারণ

ডুয়া ডেস্ক : এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ারবাজারগুলোতে বৃহস্পতিবার পর্যন্ত উত্থান থাকলেও শুক্রবার (১১ এপ্রিল) সকালে চিত্রটা পাল্টে গেছে। বেশিরভাগ বাজারই এখন ক্ষতির মুখে পড়েছে। তবে এর ব্যতিক্রম শুধু তাইওয়ান, যারা লাভের মুখ দেখেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।
বিষয়টি ব্যাখ্যা করে ইউরেশিয়া গ্রুপ কনসালটেন্সির বিশ্লেষক ড্যান ওয়াং বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শুল্ক নিয়ে চলমান আলোচনায় খুব একটা অগ্রগতি না থাকায় বিনিয়োগকারীদের মধ্যে নানা গুঞ্জন তৈরি হয়েছে। এমন পরিস্থিতি আরও কয়েকদিন স্থায়ী হতে পারে বলে ধারণা তার।
বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সিমকর্পের অলিভিয়া ডি’অ্যাসিয়ার বলেন, এই অস্থিরতার মূল কারণ হচ্ছে অনিশ্চয়তা।
তার মতে, এখনো পর্যন্ত কোনও চুক্তি হয়নি এবং যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা সহজে পূরণীয় নয়। এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার ওপর, বিশেষ করে এশিয়ার দেশগুলোতে।
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বিশ্লেষক নিক ম্যারো বলেন, উচ্চ শুল্ক সাময়িকভাবে স্থগিত হলেও বিনিয়োগকারীরা জানেন এটি শেষ নয়। তারা বুঝে গেছেন, এখনও বড় ঝুঁকি বিদ্যমান। এই অনিশ্চয়তা যেকোনো সময় আবার ফিরে আসতে পারে, যা বিনিয়োগকারীদের দীর্ঘদিন উদ্বিগ্ন করে রাখবে।
আজ শুক্রবার এশিয়ার প্রধান প্রধান শেয়ারবাজারগুলোর লেনদেনের চিত্র বেশিরভাগ ক্ষেত্রেই ছিল নিম্নমুখী। বৃহস্পতিবার ওয়াল স্ট্রিটে শেয়ারমূল্যের পতনের প্রভাব স্পষ্টভাবে দেখা গেছে এই অঞ্চলের বাজারগুলোতে।
জাপানের নিক্কেই ২২৫ সূচক কমেছে ৪ দশমিক ৫ শতাংশ। হংকংয়ের হ্যাং সেং সূচকে পতন হয়েছে শূন্য দশমিক ৭ শতাংশ। অস্ট্রেলিয়ার এএসএক্স ২০০ সূচক কমেছে ১ দশমিক ৬ শতাংশ।
তবে কিছুটা ব্যতিক্রম দেখা গেছে চীন ও তাইওয়ানের বাজারে। চীনের সাংহাই কম্পোজিট সূচক বেড়েছে শূন্য দশমিক ১ শতাংশ এবং তাইওয়ানের তাইয়েক্স সূচকে বৃদ্ধি হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ।
সব মিলিয়ে, আজকের লেনদেনে বেশিরভাগ বাজারেই বিনিয়োগকারীরা সতর্ক ভঙ্গিতে অবস্থান নিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- ২৭ জুলাই : শেয়ারবাজারের সেরা ১১ খবর
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- বিকালে আসছে ২১ কোম্পানির ইপিএস