ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২
ডা. তাসনিম জারার সঙ্গে ছবি পোস্ট করে যা লিখলেন প্রেস সচিব

ডুয়া ডেস্ক: প্রধান উপদেষ্টা শফিকুল আলম তার ফেসবুকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারার সঙ্গে তোলা একটি সেলফি শেয়ার করেছেন। বুধবার (৯ এপ্রিল) দুপুর ১টার দিকে শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করেন।
পোস্টে ডা. তাসনিম জারার প্রশংসা করে তিনি লিখেছেন, "অনুপ্রেরণামূলক তরুণ নেত্রী তাসনিম জারার সঙ্গে।" ছবিটি শেয়ার হওয়ার পর থেকে এটি ১৬ হাজারেরও বেশি লাইক পেয়েছে।
ডা. তাসনিম জারা ১৯৯৫ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন এবং সেখানেই বড় হয়েছেন। তিনি ভিকারুন্নেছা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করার পর ঢাকা মেডিকেল কলেজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন।
তাসনিম জারা বর্তমানে যুক্তরাজ্যের কেমব্রিজে একজন চিকিৎসক এবং ‘সহায় হেলথ’-এর সহপ্রতিষ্ঠাতা। ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করার পর তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চতর পড়াশোনা করেন এবং সেখানে ডিসটিঙ্কশনসহ ডিগ্রি অর্জন করেন।
এছাড়াও তিনি রয়্যাল কলেজ অব অবস্টেট্রিশিয়ান এবং গাইনোকোলজিস্ট থেকে ডিআরসিওজি ডিগ্রি অর্জন করেন, যা নারীদের স্বাস্থ্য সম্পর্কিত গভীর জ্ঞান এবং দক্ষতার স্বীকৃতি। ভ্যাকসিন বিষয়ে সচেতনতায় অসামান্য অবদানের জন্য তাকে যুক্তরাজ্য সরকার 'ভ্যাকসিন লুমিনারি' সম্মাননা প্রদান করে। তার কাজের কারণে আন্তর্জাতিক মিডিয়া যেমন বিবিসি, টাইমস, স্কাই নিউজ, ইয়াহু এবং দ্য ফিনান্সিয়াল টাইমস খবর প্রচার করেছে।
বর্তমানে তাসনিম জারা কেমব্রিজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্টারনাল মেডিসিনে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে কাজ করছেন এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে সিনিয়র ক্লিনিক্যাল সুপারভাইজার হিসেবে মেডিকেল শিক্ষার্থীদের পাঠদান করছেন। তিনি যুক্তরাজ্যের হায়ার এডুকেশন একাডেমির সহযোগী ফেলো। তার গবেষণাপত্রগুলি ইউরোপ ও আমেরিকার শীর্ষস্থানীয় জার্নালগুলোতে প্রকাশিত হয়েছে। তাছাড়া তিনি সাজিদা ফাউন্ডেশনের ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ডের একজন সদস্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- শেয়ারবাজার কি ধ্বংসের পথে? আর কত রক্তক্ষরণ?
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: নোমান আলীর শিকার মার্করাম
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার