ঢাকা, সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

মধ্যপ্রাচ্যের ৬ দেশকে ইরানের হুঁশিয়ারি

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ এপ্রিল ০৭ ১০:১৫:১৩
মধ্যপ্রাচ্যের ৬ দেশকে ইরানের হুঁশিয়ারি

ডুয়া ডেস্ক : মধ্যপ্রাচ্যের ছয় দেশ ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক ও বাহরাইন-কে কড়া ভাষায় সতর্ক করেছে ইরান। দেশটির হুঁশিয়ারি, যদি এসব রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সহায়তা করে বা নিজেদের আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেয়, তবে তা হবে ‘গুরুতর পরিণতির’ শামিল। খবর রয়টার্সের।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সামরিক হুমকির পরিপ্রেক্ষিতে ইরান এমন বার্তা দিল। এর জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি দেশের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন।

পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠেছে গোটা উপসাগরীয় অঞ্চলে। যুদ্ধাবস্থার প্রস্তুতি হিসেবে ইরান তাদের সামরিক শক্তি বৃদ্ধি ও প্রতিরক্ষাব্যবস্থা আরও মজবুত করেছে। এতে করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে এবং বড় ধরনের সংঘাতের শঙ্কা দেখা দিয়েছে।

আরব উপসাগরীয় দেশগুলো এখন এক দ্বিধাজনক অবস্থায়—একদিকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হওয়া, অন্যদিকে ইরানের হুমকির মুখে নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এই অঞ্চল বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়ায় যেকোনো সিদ্ধান্ত বৈশ্বিকভাবে প্রভাব ফেলতে পারে।

এদিকে ট্রাম্প প্রশাসনের সরাসরি সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করলেও, ইরান জানিয়েছে তারা ওমানের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনায় আগ্রহী। এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানান, এই আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সমাধানে আগ্রহ কতটা, তা যাচাই করা হবে।

এ আলোচনায় ইরানের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অথবা উপমন্ত্রী মজিদ তাখত-রাভানচি অংশ নিতে পারেন বলে আভাস পাওয়া গেছে।

তবে সংশ্লিষ্ট কর্মকর্তা সতর্ক করে বলেন, আলোচনার এই পথ সহজ হবে না—বরং তা হতে পারে বহু জটিলতা ও অনিশ্চয়তায় ভরা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

নতুনরূপে আসছে ১০০ টাকার নোট

নতুনরূপে আসছে ১০০ টাকার নোট

দেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের সৌন্দর্য তুলে ধরতে নতুন নকশার ১০০ টাকার নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। আগামী মঙ্গলবার (১২ আগস্ট)... বিস্তারিত