ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
যেসব কারণে হজ মৌসুমে ভিসা নিষেধাজ্ঞা জারি করে সৌদি আরব
                                    ডুয়া ডেস্ক : আসন্ন হজ মৌসুমকে কেন্দ্র করে সৌদি আরব শুরু করেছে প্রস্তুতি। আর এরই অংশ হিসেবে বাংলাদেশসহ ১৩টি দেশের নাগরিকদের জন্য সাময়িকভাবে ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। তবে এই নিষেধাজ্ঞা স্থায়ী নয়; ধারণা করা হচ্ছে, এটি জুনের মাঝামাঝি পর্যন্ত কার্যকর থাকবে।
সৌদি সরকারের মতে, ব্যস্ত হজ মৌসুমে আগত হজযাত্রীদের চলাচল নিয়ন্ত্রণ এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে পালনের সুযোগ করে দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ওমরাহ, ব্যবসায়িক ও পারিবারিকসহ বিভিন্ন ক্যাটাগরির ভিসা প্রদান আপাতত বন্ধ থাকবে।
তবে যাদের ইতোমধ্যে ওমরাহ ভিসা রয়েছে, তারা ১৩ এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। এই সময়সীমা পেরিয়ে গেলে আর কোনো ওমরাহ ভিসাধারীকে সৌদিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
বিশ্লেষকরা বলছেন, আসন্ন হজ মৌসুমের চাপ মোকাবিলাই এই নিষেধাজ্ঞার মূল কারণ। তবে এর পেছনে কিছু কূটনৈতিক হিসাব-নিকাশ থাকতেও পারে। মূলত প্রতি বছর অনেক মানুষ ভ্রমণ বা ওমরাহ ভিসা নিয়ে সৌদিতে প্রবেশ করে অবৈধভাবে হজে অংশ নেন, যা হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা তৈরি করে। অতিরিক্ত ভিড়ের কারণে দেখা দেয় নিরাপত্তাজনিত সমস্যা।
এ ধরনের পরিস্থিতি এড়াতে সৌদি আরব নানা ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে। যেমন, গত বছর হজ মৌসুমে ভিজিট ভিসাধারী, পর্যটক, স্টুডেন্ট ও শেনজেন ভিসাধারীদের মক্কায় প্রবেশ এবং হজ পালনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তখন ২৩ মে থেকে ২১ জুন পর্যন্ত এসব ভিসাধারীদের মক্কায় ঢোকার ওপর কঠোর নিষেধাজ্ঞা ছিল। এমনকি সৌদি নাগরিকদের মধ্যেও যারা হজ পারমিট পাননি, তাদেরও মক্কায় ঢুকতে দেওয়া হয়নি।
এছাড়া, ব্যবসা ও পারিবারিক ভিসার অপব্যবহার করে অনেকেই সৌদিতে অননুমোদিতভাবে কাজ করতে থাকেন, যা দেশটির শ্রমনীতি ও বাজার ব্যবস্থায় বিশৃঙ্খলা তৈরি করে। এসব কারণেই হজ মৌসুমে বিদেশি নাগরিকদের আগমন নিয়ন্ত্রণে সৌদি সরকার বরাবরই কঠোর অবস্থানে থাকে।
পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো বলছে, এবারের নিষেধাজ্ঞাও একই উদ্দেশ্যে নেওয়া হয়েছে—হজের সময় সৌদিতে বিপুল মানুষের সমাগমে যেন নিরাপত্তা ও ব্যবস্থাপনায় কোনো গলদ না দেখা দেয়।
ধারণা করা হচ্ছে, ১৩ দেশের ভিসা নিষেধাজ্ঞার পাশাপাশি সৌদি সরকার আরও কিছু নির্দেশনা জারি করবে, যা না মানলে থাকতে পারে কঠোর শাস্তির বিধান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
 - আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
 - ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
 - পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
 - মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
 - দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ