ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২
যেসব কারণে হজ মৌসুমে ভিসা নিষেধাজ্ঞা জারি করে সৌদি আরব
ডুয়া ডেস্ক : আসন্ন হজ মৌসুমকে কেন্দ্র করে সৌদি আরব শুরু করেছে প্রস্তুতি। আর এরই অংশ হিসেবে বাংলাদেশসহ ১৩টি দেশের নাগরিকদের জন্য সাময়িকভাবে ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। তবে এই নিষেধাজ্ঞা স্থায়ী নয়; ধারণা করা হচ্ছে, এটি জুনের মাঝামাঝি পর্যন্ত কার্যকর থাকবে।
সৌদি সরকারের মতে, ব্যস্ত হজ মৌসুমে আগত হজযাত্রীদের চলাচল নিয়ন্ত্রণ এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে পালনের সুযোগ করে দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ওমরাহ, ব্যবসায়িক ও পারিবারিকসহ বিভিন্ন ক্যাটাগরির ভিসা প্রদান আপাতত বন্ধ থাকবে।
তবে যাদের ইতোমধ্যে ওমরাহ ভিসা রয়েছে, তারা ১৩ এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। এই সময়সীমা পেরিয়ে গেলে আর কোনো ওমরাহ ভিসাধারীকে সৌদিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
বিশ্লেষকরা বলছেন, আসন্ন হজ মৌসুমের চাপ মোকাবিলাই এই নিষেধাজ্ঞার মূল কারণ। তবে এর পেছনে কিছু কূটনৈতিক হিসাব-নিকাশ থাকতেও পারে। মূলত প্রতি বছর অনেক মানুষ ভ্রমণ বা ওমরাহ ভিসা নিয়ে সৌদিতে প্রবেশ করে অবৈধভাবে হজে অংশ নেন, যা হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা তৈরি করে। অতিরিক্ত ভিড়ের কারণে দেখা দেয় নিরাপত্তাজনিত সমস্যা।
এ ধরনের পরিস্থিতি এড়াতে সৌদি আরব নানা ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে। যেমন, গত বছর হজ মৌসুমে ভিজিট ভিসাধারী, পর্যটক, স্টুডেন্ট ও শেনজেন ভিসাধারীদের মক্কায় প্রবেশ এবং হজ পালনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তখন ২৩ মে থেকে ২১ জুন পর্যন্ত এসব ভিসাধারীদের মক্কায় ঢোকার ওপর কঠোর নিষেধাজ্ঞা ছিল। এমনকি সৌদি নাগরিকদের মধ্যেও যারা হজ পারমিট পাননি, তাদেরও মক্কায় ঢুকতে দেওয়া হয়নি।
এছাড়া, ব্যবসা ও পারিবারিক ভিসার অপব্যবহার করে অনেকেই সৌদিতে অননুমোদিতভাবে কাজ করতে থাকেন, যা দেশটির শ্রমনীতি ও বাজার ব্যবস্থায় বিশৃঙ্খলা তৈরি করে। এসব কারণেই হজ মৌসুমে বিদেশি নাগরিকদের আগমন নিয়ন্ত্রণে সৌদি সরকার বরাবরই কঠোর অবস্থানে থাকে।
পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো বলছে, এবারের নিষেধাজ্ঞাও একই উদ্দেশ্যে নেওয়া হয়েছে—হজের সময় সৌদিতে বিপুল মানুষের সমাগমে যেন নিরাপত্তা ও ব্যবস্থাপনায় কোনো গলদ না দেখা দেয়।
ধারণা করা হচ্ছে, ১৩ দেশের ভিসা নিষেধাজ্ঞার পাশাপাশি সৌদি সরকার আরও কিছু নির্দেশনা জারি করবে, যা না মানলে থাকতে পারে কঠোর শাস্তির বিধান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ৩০০ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করলো ইসি
- নবম পে-স্কেল ২০২৫: ২০টি গ্রেডের পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- রাতেই হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল, যেভাবে দেখবেন
- দর সংশোধনের মাঝেও ফুরফুরে বিনিয়োগকারীরা