ঢাকা, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২
আদালতের রায়ে ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি, ৬০ দিনের মধ্যে নির্বাচন

ডুয়া ডেস্ক : দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে চূড়ান্তভাবে পদচ্যুত করেছে। শুক্রবার (০৪ এপ্রিল) আদালতের দেওয়া এক ঐতিহাসিক রায়ে বলা হয়েছে, ইউন সুক-ইওল গত বছরের ডিসেম্বরে সামরিক আইন জারি করে জনগণের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছেন। ফলে তাকে আর প্রেসিডেন্ট পদে রাখা যায় না।
আদালতের এই রায়ের ফলে আগামী ৬০ দিনের মধ্যে দক্ষিণ কোরিয়ায় নতুন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করতে হবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।
২০২৩ সালের ৩ ডিসেম্বর, প্রেসিডেন্ট ইউন আকস্মিকভাবে সংক্ষিপ্ত সময়ের জন্য সামরিক আইন জারি করেন। তিনি দাবি করেন, রাষ্ট্রবিরোধী শক্তি এবং উত্তর কোরিয়ার প্রভাবশালী গোষ্ঠী দক্ষিণ কোরিয়ার সরকারে অনুপ্রবেশ করেছে। এর প্রেক্ষিতে তিনি জাতীয় পরিষদ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন এবং তার বিরোধীদের আটক করার চেষ্টা করেন বলে অভিযোগ উঠে।
সেসময় ঊর্ধ্বতন সামরিক ও পুলিশ কর্মকর্তারা আদালতে সাক্ষ্য দেন, প্রেসিডেন্ট ইউন সংসদের ভোট ঠেকাতে এবং নিজের সামরিক শাসনের আদেশ কার্যকর রাখতে সরাসরি নির্দেশনা দিয়েছিলেন।
এই ঘটনাকে কেন্দ্র করে পার্লামেন্টে অভিশংসনের মুখে পড়েন ইউন, এবং গত বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই তাকে প্রেসিডেন্ট পদ থেকে বরখাস্ত করা হয়। তবে সাংবিধানিক আদালতের রায় না আসা পর্যন্ত তার অপসারণ চূড়ান্ত ছিল না।
দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী, একজন অভিশংসিত প্রেসিডেন্টকে চূড়ান্তভাবে অপসারণ করতে সাংবিধানিক আদালতের আট বিচারকের মধ্যে অন্তত ছয়জনের অনুমোদন প্রয়োজন। শুক্রবার সেই সংখ্যাগরিষ্ঠ মত পেয়েই আদালত ইউন সুক-ইওলকে সম্পূর্ণভাবে পদচ্যুত করার রায় দেয়।
এই রায়ের ফলে দক্ষিণ কোরিয়া এখন এক নতুন নির্বাচনের পথে হাঁটছে। আগামী দুই মাসের মধ্যেই সেখানে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- ব্যাখ্যা শুনতে ডাকা হচ্ছে শেয়ারবাজারের পাঁচ ব্যাংককে