ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
আদালতের রায়ে ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি, ৬০ দিনের মধ্যে নির্বাচন
                                    ডুয়া ডেস্ক : দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে চূড়ান্তভাবে পদচ্যুত করেছে। শুক্রবার (০৪ এপ্রিল) আদালতের দেওয়া এক ঐতিহাসিক রায়ে বলা হয়েছে, ইউন সুক-ইওল গত বছরের ডিসেম্বরে সামরিক আইন জারি করে জনগণের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছেন। ফলে তাকে আর প্রেসিডেন্ট পদে রাখা যায় না।
আদালতের এই রায়ের ফলে আগামী ৬০ দিনের মধ্যে দক্ষিণ কোরিয়ায় নতুন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করতে হবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।
২০২৩ সালের ৩ ডিসেম্বর, প্রেসিডেন্ট ইউন আকস্মিকভাবে সংক্ষিপ্ত সময়ের জন্য সামরিক আইন জারি করেন। তিনি দাবি করেন, রাষ্ট্রবিরোধী শক্তি এবং উত্তর কোরিয়ার প্রভাবশালী গোষ্ঠী দক্ষিণ কোরিয়ার সরকারে অনুপ্রবেশ করেছে। এর প্রেক্ষিতে তিনি জাতীয় পরিষদ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন এবং তার বিরোধীদের আটক করার চেষ্টা করেন বলে অভিযোগ উঠে।
সেসময় ঊর্ধ্বতন সামরিক ও পুলিশ কর্মকর্তারা আদালতে সাক্ষ্য দেন, প্রেসিডেন্ট ইউন সংসদের ভোট ঠেকাতে এবং নিজের সামরিক শাসনের আদেশ কার্যকর রাখতে সরাসরি নির্দেশনা দিয়েছিলেন।
এই ঘটনাকে কেন্দ্র করে পার্লামেন্টে অভিশংসনের মুখে পড়েন ইউন, এবং গত বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই তাকে প্রেসিডেন্ট পদ থেকে বরখাস্ত করা হয়। তবে সাংবিধানিক আদালতের রায় না আসা পর্যন্ত তার অপসারণ চূড়ান্ত ছিল না।
দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী, একজন অভিশংসিত প্রেসিডেন্টকে চূড়ান্তভাবে অপসারণ করতে সাংবিধানিক আদালতের আট বিচারকের মধ্যে অন্তত ছয়জনের অনুমোদন প্রয়োজন। শুক্রবার সেই সংখ্যাগরিষ্ঠ মত পেয়েই আদালত ইউন সুক-ইওলকে সম্পূর্ণভাবে পদচ্যুত করার রায় দেয়।
এই রায়ের ফলে দক্ষিণ কোরিয়া এখন এক নতুন নির্বাচনের পথে হাঁটছে। আগামী দুই মাসের মধ্যেই সেখানে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
 - আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
 - ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
 - পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
 - মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
 - দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ