ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
আদালতের রায়ে ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি, ৬০ দিনের মধ্যে নির্বাচন
ডুয়া ডেস্ক : দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে চূড়ান্তভাবে পদচ্যুত করেছে। শুক্রবার (০৪ এপ্রিল) আদালতের দেওয়া এক ঐতিহাসিক রায়ে বলা হয়েছে, ইউন সুক-ইওল গত বছরের ডিসেম্বরে সামরিক আইন জারি করে জনগণের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছেন। ফলে তাকে আর প্রেসিডেন্ট পদে রাখা যায় না।
আদালতের এই রায়ের ফলে আগামী ৬০ দিনের মধ্যে দক্ষিণ কোরিয়ায় নতুন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করতে হবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।
২০২৩ সালের ৩ ডিসেম্বর, প্রেসিডেন্ট ইউন আকস্মিকভাবে সংক্ষিপ্ত সময়ের জন্য সামরিক আইন জারি করেন। তিনি দাবি করেন, রাষ্ট্রবিরোধী শক্তি এবং উত্তর কোরিয়ার প্রভাবশালী গোষ্ঠী দক্ষিণ কোরিয়ার সরকারে অনুপ্রবেশ করেছে। এর প্রেক্ষিতে তিনি জাতীয় পরিষদ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন এবং তার বিরোধীদের আটক করার চেষ্টা করেন বলে অভিযোগ উঠে।
সেসময় ঊর্ধ্বতন সামরিক ও পুলিশ কর্মকর্তারা আদালতে সাক্ষ্য দেন, প্রেসিডেন্ট ইউন সংসদের ভোট ঠেকাতে এবং নিজের সামরিক শাসনের আদেশ কার্যকর রাখতে সরাসরি নির্দেশনা দিয়েছিলেন।
এই ঘটনাকে কেন্দ্র করে পার্লামেন্টে অভিশংসনের মুখে পড়েন ইউন, এবং গত বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই তাকে প্রেসিডেন্ট পদ থেকে বরখাস্ত করা হয়। তবে সাংবিধানিক আদালতের রায় না আসা পর্যন্ত তার অপসারণ চূড়ান্ত ছিল না।
দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী, একজন অভিশংসিত প্রেসিডেন্টকে চূড়ান্তভাবে অপসারণ করতে সাংবিধানিক আদালতের আট বিচারকের মধ্যে অন্তত ছয়জনের অনুমোদন প্রয়োজন। শুক্রবার সেই সংখ্যাগরিষ্ঠ মত পেয়েই আদালত ইউন সুক-ইওলকে সম্পূর্ণভাবে পদচ্যুত করার রায় দেয়।
এই রায়ের ফলে দক্ষিণ কোরিয়া এখন এক নতুন নির্বাচনের পথে হাঁটছে। আগামী দুই মাসের মধ্যেই সেখানে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- নবম পে-স্কেল ২০২৫: ২০টি গ্রেডের পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- রাতেই হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল, যেভাবে দেখবেন
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- দর সংশোধনের মাঝেও ফুরফুরে বিনিয়োগকারীরা