ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

ডুয়া ডেস্ক : এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর। ৫ম ধাপে প্রায় সাড়ে ১৬ হাজার শিক্ষক-কর্মচারীকে তিন মাসের বেতন একসঙ্গে দেওয়া হবে। ইতোমধ্যে তাদের তিন মাসের বেতন এবং বোনাসের জন্য জিও জারি করা হয়েছে। চলতি সপ্তাহে তারা বেতন-ভাতা পেয়ে যাবেন।
আজ সোমবার (২৪ মার্চ) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের সিনিয়র সিস্টেম এনালিস্ট খন্দকার আজিজুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, "৫ম ধাপে ১৬ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) মাধ্যমে বেতন পাবেন। তারা তিন মাসের বেতন একসঙ্গে পাবেন। ইতোমধ্যে বেতনের জন্য জিও জারি করা হয়েছে এবং বর্তমানে আইবাস সফটওয়্যারের মাধ্যমে বেতনের তথ্য হস্তান্তরের কাজ চলছে। চলতি সপ্তাহের মধ্যে তারা তিন মাসের বেতন এবং ঈদুল ফিতরের বোনাস পাবেন।"
জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে তাদের বেতন-ভাতা গ্রহণ করেন। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ছাড় হয়। এর ফলে শিক্ষকদের বেতন তোলার জন্য নানা ধরনের ভোগান্তি পোহাতে হত।
ব্যাংকগুলোর মাধ্যমে বেতন-ভাতা ছাড়ের জন্য একাধিক পর্যায়ে অনুমোদন এবং সংশ্লিষ্ট কার্যক্রমে অনেক সময় দেরি হয়ে যেত। অনেক সময় পরবর্তী মাসের ১০ তারিখের পরেও আগের মাসের বেতন-ভাতা পাওয়া যেত।
এ পরিস্থিতির প্রেক্ষিতে, ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা ইএফটির মাধ্যমে প্রদান করা হবে বলে ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রথমে ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় করা হয়। পরে ১ জানুয়ারি থেকে ১ লাখ ৮৯ হাজার শিক্ষক তাদের বেতন ইএফটির মাধ্যমে পেয়েছেন।
দ্বিতীয় ধাপে ৬৭ হাজার, তৃতীয় ধাপে ৮৪ হাজার এবং চতুর্থ ধাপে ৮ হাজার ২০০ এর বেশি শিক্ষক-কর্মচারী তাদের ডিসেম্বর ও জানুয়ারি মাসের বেতন পেয়েছেন। তবে তাদের ফেব্রুয়ারি মাসের বেতন এখনও প্রদান করা হয়নি।
অন্যদিকে, ৫ম ধাপে প্রায় সাড়ে ১৬ হাজার শিক্ষক-কর্মচারী এখনও ডিসেম্বর মাসের বেতন পাননি। তবে চলতি সপ্তাহে তারা বেতন পেতে যাচ্ছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত
- ‘শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই’
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা
- শেয়ার কারসাজিকারীদের শাস্তি ১০ বছর করার প্রস্তাব