ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মী বাধ্যতামূলক ছুটিতে
                                    ডুয়া ডেস্ক : ভয়েস অব আমেরিকার এক হাজার ৩০০ জনের বেশি কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের আরও দুটি সংবাদমাধ্যমের তহবিলও বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। শনিবার (১৫ মার্চ) থেকে তাদের ছুটিতে পাঠানো হয়।
গত শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারি তহবিলে পরিচালিত সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার মূল প্রতিষ্ঠান এবং আরও ছয়টি ফেডারেল সংস্থাকে কর্মী হ্রাস করার নির্দেশ দেন।
ভয়েস অব আমেরিকার পরিচালক মাইকেল আব্রামোভিচ জানান, তার প্রতিষ্ঠানের প্রায় এক হাজার ৩০০ সাংবাদিক, প্রযোজক ও সহযোগীকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে, যার ফলে প্রায় ৫০টি ভাষায় পরিচালিত এই সম্প্রচারমাধ্যম কার্যত বন্ধ হয়ে পড়ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে এক পোস্টে আব্রামোভিচ লেখেন, ‘৮৩ বছরের মধ্যে প্রথমবার বহু ভাষাভাষীর ভয়েস অব আমেরিকা নীরব হয়ে যাচ্ছে, এ জন্য আমি গভীরভাবে ব্যথিত। এটি বিশ্বজুড়ে স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে গুরুত্বপূর্ণ অবদান রাখছিল।’
ট্রাম্পের এই পদক্ষেপে জনপ্রিয় সংবাদমাধ্যমটি ধ্বংস হয়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করা হচ্ছে। কর্তৃত্ববাদী দেশগুলোতেও ভয়েস অব আমেরিকা একটি নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম হিসেবে পরিচিত।
গত শুক্রবার ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করেন, যার মাধ্যমে ইউএসএজিএম এবং আরও ছয়টি স্বল্প পরিচিত সংস্থাকে তাদের কার্যক্রম সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার নির্দেশ দেওয়া হয়। আমলাতন্ত্রকে সংকুচিত করার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
১৯৪২ সালে নাৎসি প্রোপাগান্ডার বিরুদ্ধে প্রচার চালাতে ভয়েস অব আমেরিকা প্রতিষ্ঠিত হয়। বর্তমানে, এক সপ্তাহে ভয়েস অব আমেরিকার গ্রাহক সংখ্যা বিশ্বের ৩৬ কোটি।
এছাড়া, ইউএসএজিএমের কর্মী সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার, এবং ২০২৪ সালে তাদের বাজেট বরাদ্দ ছিল ৮৮ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।
ভয়েস অব আমেরিকার সাবেক উপস্থাপক ক্যারি লেককে প্রতিষ্ঠানটির নতুন পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি ট্রাম্পের অনুগত হিসেবে পরিচিত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
 - আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
 - ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
 - ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
 - পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
 - দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
 - ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)