ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২
ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মী বাধ্যতামূলক ছুটিতে

ডুয়া ডেস্ক : ভয়েস অব আমেরিকার এক হাজার ৩০০ জনের বেশি কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের আরও দুটি সংবাদমাধ্যমের তহবিলও বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। শনিবার (১৫ মার্চ) থেকে তাদের ছুটিতে পাঠানো হয়।
গত শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারি তহবিলে পরিচালিত সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার মূল প্রতিষ্ঠান এবং আরও ছয়টি ফেডারেল সংস্থাকে কর্মী হ্রাস করার নির্দেশ দেন।
ভয়েস অব আমেরিকার পরিচালক মাইকেল আব্রামোভিচ জানান, তার প্রতিষ্ঠানের প্রায় এক হাজার ৩০০ সাংবাদিক, প্রযোজক ও সহযোগীকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে, যার ফলে প্রায় ৫০টি ভাষায় পরিচালিত এই সম্প্রচারমাধ্যম কার্যত বন্ধ হয়ে পড়ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে এক পোস্টে আব্রামোভিচ লেখেন, ‘৮৩ বছরের মধ্যে প্রথমবার বহু ভাষাভাষীর ভয়েস অব আমেরিকা নীরব হয়ে যাচ্ছে, এ জন্য আমি গভীরভাবে ব্যথিত। এটি বিশ্বজুড়ে স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে গুরুত্বপূর্ণ অবদান রাখছিল।’
ট্রাম্পের এই পদক্ষেপে জনপ্রিয় সংবাদমাধ্যমটি ধ্বংস হয়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করা হচ্ছে। কর্তৃত্ববাদী দেশগুলোতেও ভয়েস অব আমেরিকা একটি নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম হিসেবে পরিচিত।
গত শুক্রবার ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করেন, যার মাধ্যমে ইউএসএজিএম এবং আরও ছয়টি স্বল্প পরিচিত সংস্থাকে তাদের কার্যক্রম সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার নির্দেশ দেওয়া হয়। আমলাতন্ত্রকে সংকুচিত করার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
১৯৪২ সালে নাৎসি প্রোপাগান্ডার বিরুদ্ধে প্রচার চালাতে ভয়েস অব আমেরিকা প্রতিষ্ঠিত হয়। বর্তমানে, এক সপ্তাহে ভয়েস অব আমেরিকার গ্রাহক সংখ্যা বিশ্বের ৩৬ কোটি।
এছাড়া, ইউএসএজিএমের কর্মী সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার, এবং ২০২৪ সালে তাদের বাজেট বরাদ্দ ছিল ৮৮ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।
ভয়েস অব আমেরিকার সাবেক উপস্থাপক ক্যারি লেককে প্রতিষ্ঠানটির নতুন পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি ট্রাম্পের অনুগত হিসেবে পরিচিত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি
- নতুন সিনেট সদস্য হলেন ঢাবির ৫ অধ্যাপক
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১২ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- ‘মুজিব’স ব্লান্ডার্স’: নেপথ্যের ষড়যন্ত্র উন্মোচন
- ৩ আগস্টের আগাম বার্তায় উত্তাপ ছড়াচ্ছে এনসিপি
- ‘৪ আগস্ট রাতেই হাসিনা পতনের পরিকল্পনায় শিবির নেতা সিবগাতুল্লাহ’