ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

হাবীবুল্লাহ বাহার কলেজের ভাইস প্রিন্সিপাল খুন

২০২৫ মার্চ ১০ ২২:৫২:৪১
হাবীবুল্লাহ বাহার কলেজের ভাইস প্রিন্সিপাল খুন

ডুয়া নিউজ: হাবীবুল্লাহ বাহার কলেজের ভাইস প্রিন্সিপাল সাইফুর রহমান ভূঁইয়া খুন হয়েছেন। তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (১০ মার্চ) ভোর রাতে উত্তরার একটি ভাড়া বাসায় এ হত্যাকাণ্ড ঘটে। তিনি কিছুদিন ধরে উত্তরার উত্তরখান থানা এলাকায় একটি ভাড়া বাসায় একা বসবাস করছিলেন। তার মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কলেজের সাবেক এক শিক্ষার্থী রেজাউল রায়হান বলেন, সোমবার ভোরে সেহরীর সময় একদল দুর্বৃত্ত সাইফুর রহমান ভূঁইয়াকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে হত্যা করেছে। তার গলায় ও মাথায় রামদার কোপের দাগ ছিল।

তবে ঘটনার সময় কলেজের অন্য শিক্ষকরা থানার সহযোগিতা নেয়নি বলে জানান তিনি।

উত্তরখান থানার ওসি মো. জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের শরীরে দেশীয় অস্ত্রের দাগ রয়েছে এবং এই ঘটনার তদন্ত চলছে। মামলার প্রক্রিয়া শুরু হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে