ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২
তীব্র শ্রমিক সংকট; নতুন দেশ থেকে অভিবাসীদের নিতে চাচ্ছে রাশিয়া

ডুয়া নিউজ : তিন বছরের অধিক সময় ধরে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িত রাশিয়া দেখা দিয়েছে শ্রমিক সংকট। এমতাবস্থায় মিয়ানমারসহ আসিয়ান দেশগুলো থেকে অভিবাসী শ্রমিক নিতে চায় সাবেক সোভিয়েত ইউনিয়ন। রাশিয়ার কর্মকর্তারা বলেছেন, অভিবাসী শ্রমিক নিয়োগের উৎসকে আরও সম্প্রসারণ করতে চায় মস্কো।
আজ মঙ্গলবার (০৪ মার্চ) রাশিয়ার অর্থমন্ত্রীর বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনের সঙ্গে যুদ্ধরত রাশিয়ায় বর্তমানে বেকারত্বের হার রেকর্ড সর্বনিম্ন ২.৩ শতাংশে পৌঁছেছে। দেশটিতে শ্রমিক সংকটকে সমস্যা হিসাবে শনাক্ত করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত শুক্রবার স্টিল নির্মাতা প্রতিষ্ঠান সেভারেস্টালের নির্মাণ খাতে অভিবাসী শ্রমিকদের নিষিদ্ধ করার আঞ্চলিক এক পদক্ষেপের সমালোচনা করেছেন পুতিন।
রাশিয়ায় অভিবাসী কর্মীদের হিসাবে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর নাগরিকদের আধিপত্য রয়েছে। দেশটির অর্থমন্ত্রী ম্যাক্সিম রেশানিকভ বলেছেন, "আমরা সাধারণত যেসব দেশ থেকে অভিবাসীদের আকৃষ্ট করতে অভ্যস্ত, বর্তমানে কেবল সেসব দেশের ওপর আমাদের নির্ভর করা উচিত নয়।"
তিনি আরও বলেন, ‘‘আমাদের একেবারে নতুন দেশগুলোর দিকে নজর দেওয়া দরকার। কারণ বিশ্বের প্রচুর দেশ রয়েছে যারা সক্রিয়ভাবে, নিঃশব্দে, সচেতনভাবে তাদের শ্রম সম্পদ রপ্তানি করে। আমাদের এ জন্য প্রস্তুত হওয়া উচিত।’’
অভিবাসী শ্রমিক নিয়োগের বিষয়ে রাশিয়া ইতোমধ্যে মিয়ানমারের সঙ্গে আলোচনা করছে বলে জানিয়েছেন ম্যাক্সিম রেশানিকভ। তিনি বলেন, "সাড়ে ৫ কোটি মানুষের এই দেশটির প্রায় ৬০ লাখ অভিবাসী বর্তমানে বিদেশে কাজ করছেন।"
মঙ্গলবার ক্রেমলিনে মিয়ানমারের নেতা এবং সামরিক জান্তা প্রধান মিন অং হ্লেইংয়ের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক অনুষ্ঠিত হবে। রাশিয়ার সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা শিল্পে ব্যাপক নিয়োগের ফলে শ্রমিকরা বেসামরিক খাত থেকে সরে গিয়ে সামরিক খাতে নিয়োজিত হয়েছেন।
এছাড়া, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে কয়েক হাজার সেনা পাঠানোর পর থেকে লক্ষাধিক রুশ নাগরিক দেশ ছেড়ে চলে গেছেন। যার ফলে রাশিয়ার সরকারি এবং বেসরকারি খাতে দক্ষ জনবল বিপুলভাবে কমে গেছে।
সূত্র: রয়টার্স
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- বিকালে আসছে ২১ কোম্পানির ইপিএস
- নতুন সিনেট সদস্য হলেন ঢাবির ৫ অধ্যাপক
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিন শেয়ারবাজারে অবাঞ্ছিত ঘোষণা
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১২ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস