ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২
৭ কলেজের স্থগিত ভর্তি প্রক্রিয়া বিষয়ে যা জানা গেল
ডুয়া ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তি বাতিল হওয়া সরকারি সাত কলেজের ২০২৪-২৫ সেশনের (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ও আবেদন প্রক্রিয়া এখনো স্থগিত রয়েছে। অনলাইন ভর্তি কমিটি শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনসহ (ইউজিসি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
ঢাবির অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জানান, সাত কলেজের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। তবে যেভাবে নির্দেশনা দেওয়া হবে সেভাবেই ভর্তি প্রক্রিয়ার সব তথ্য জানানো হবে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) গত ১৮ ফেব্রুয়ারি সাতটি সরকারি কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ সনদপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষার্থী, শিক্ষক এবং সংশ্লিষ্টদের কাছ থেকে নাম আহ্বান করেছে। তারা জানায়, পাঁচ কর্মদিবসের মধ্যে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নাম [email protected] ঠিকানায় পাঠাতে হবে।
রাজধানীর সাতটি সরকারি কলেজগুলো হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে জানানো হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সাত কলেজের ভর্তি আবেদন প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। ২৯ জানুয়ারি ঢাবি জানায়, সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণের প্রাথমিক পদক্ষেপ হিসেবে তাদের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
এছাড়া যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে আবেদন করেছেন কিন্তু নতুন কাঠামোয় ভর্তি পরীক্ষা দিতে আগ্রহী নন তাদের ভর্তি পরীক্ষার ফি ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। ঢাবি এ বিষয়ে দায়িত্বশীলতার সঙ্গে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করবে।
সাত কলেজে ২০২৪-২৫ সেশনে স্নাতক ভর্তি প্রক্রিয়া ৬ জানুয়ারি শুরু হয়েছিল এবং ১২ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল। ভর্তি পরীক্ষা এপ্রিলে হওয়ার কথা ছিল। তবে সাত কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্তের পর ভর্তি আবেদন প্রক্রিয়া স্থগিত করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি