ঢাকা, রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

জামায়াত নেতার বক্তব্যে উত্তাল ঢাবি, মামলার হুঁশিয়ারি ডাকসুর

২০২৬ জানুয়ারি ২৫ ২৩:৫৪:১৬

জামায়াত নেতার বক্তব্যে উত্তাল ঢাবি, মামলার হুঁশিয়ারি ডাকসুর

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সম্পর্কে বরগুনার জামায়াত নেতা শামীম আহসানের কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। এ ঘটনায় ওই নেতার বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছে ডাকসু। একই সঙ্গে ঢাবি প্রশাসন তীব্র নিন্দা জানিয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও কুশপুতুল দাহ করেছেন।

রোববার (২৫ জানুয়ারি) ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এক বিবৃতিতে জানান, জামায়াত নেতা শামীম আহসান ‘ডাকসু ছিল মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা’—এমন বক্তব্য দিয়ে বিশ্ববিদ্যালয় ও ছাত্রসমাজকে চরমভাবে অপমান করেছেন। মুসাদ্দিক আলী বলেন, "এই ঘৃণ্য মন্তব্য বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তির জন্য মারাত্মক ক্ষতিকর। অবিলম্বে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় আগামীকালই তার বিরুদ্ধে শাহবাগ থানায় মানহানি মামলা করা হবে।"

তিনি আরও স্পষ্ট করেন যে, সম্প্রতি ডাকসুর সমাজসেবা সম্পাদকের সহযোগিতায় যেসব মাদক ও অনৈতিক চক্র ধরা পড়েছে, তারা সবাই বহিরাগত ছিল। এ ঘটনাকে কেন্দ্র করে ঢাবি শিক্ষার্থীদের জড়িয়ে এমন ঢালাও মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

রোববার সন্ধ্যায় ঢাবি প্রশাসন এক বিবৃতির মাধ্যমে এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। এতে বলা হয়, শামীম আহসানের বক্তব্য বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও সম্মানকে ক্ষুণ্ন করেছে। প্রশাসন অবিলম্বে এই অর্বাচীন বক্তব্য প্রত্যাহার ও এমন আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জামায়াত নেতার কুশপুতুল দাহ করা হয়। সমাবেশে ডাকসু সদস্য হেমা চাকমা বলেন, "নারীদের মর্যাদা ও অধিকার নিয়ে যখন দেশ সচেতন, তখন একজন নেতার এমন অশালীন মন্তব্য আমাদের ব্যথিত করেছে।"

সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের জিএস সাদমান আব্দুল্লাহ বলেন, "ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪-এর গণঅভ্যুত্থান পর্যন্ত যে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস জড়িয়ে আছে, তাকে নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য মেনে নেওয়া হবে না।" শিক্ষার্থীরা দ্রুত ওই নেতার ক্ষমা প্রার্থনার দাবি জানান।

উল্লেখ্য, শনিবার রাতে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর এক নির্বাচনী জনসভায় শামীম আহসান ওই বিতর্কিত মন্তব্য করেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ