ঢাকা, রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

২০ বছর পর মায়ের জন্মভূমিতে তারেক রহমান, ফেনীতে জনসমুদ্র

২০২৬ জানুয়ারি ২৫ ১৯:০১:৪৫

২০ বছর পর মায়ের জন্মভূমিতে তারেক রহমান, ফেনীতে জনসমুদ্র

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ফেনীতে আয়োজিত বিশাল জনসভায় যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৫ জানুয়ারি) বিকেল ৫টা ৪০ মিনিটে তিনি ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের জনসভাস্থলে পৌঁছান।

দীর্ঘ প্রায় দুই দশক পর প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈতৃক ভিটা এই জনপদে তারেক রহমানের আগমনকে ঘিরে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। তারেক রহমান সমাবেশস্থলে পৌঁছালে ‘তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘ভোট দেব কিসে, ধানের শীষে’—এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।

এর আগে দুপুরের পর থেকেই তিন জেলার হাজার হাজার নেতা-কর্মী মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। নির্ধারিত সময়ের আগেই পাইলট মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে জনস্রোত শহরের মূল সড়কগুলোতে ছড়িয়ে পড়ে। যারা মাঠে জায়গা পাননি, তাদের জন্য শহরের অন্তত ১০টি পয়েন্টে বড় পর্দার মাধ্যমে সমাবেশ সরাসরি দেখার ব্যবস্থা করা হয়েছে।

জনসভাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুরো এলাকাকে রেড, ইয়েলো ও গ্রিন—এই তিন স্তরের নিরাপত্তা বলয়ে ভাগ করা হয়েছে।

এই জনসভা থেকে তারেক রহমান ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন। এ ছাড়া ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীতে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের সঙ্গে তার সাক্ষাৎ করার কথা রয়েছে।

উল্লেখ্য, আজ দুপুরে চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে এক নির্বাচনি মহাসমাবেশে অংশ নেন তারেক রহমান। সেখান থেকেই সড়কপথে তিনি ফেনী পৌঁছান। ফেনীর জনসভা শেষে তিনি কুমিল্লার বিভিন্ন স্থানে পথসভা করবেন এবং রাতে ঢাকার পথে নারায়ণগঞ্জের কাঁচপুরে সর্বশেষ নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত