ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

গায়ে ময়লা-পানি ও ডিম নিক্ষেপ নিয়ে মুখ খুললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০২৬ জানুয়ারি ২৪ ১৬:১২:০৮

গায়ে ময়লা-পানি ও ডিম নিক্ষেপ নিয়ে মুখ খুললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, শুক্রবার (২৩ জানুয়ারি) একটি দলের কিছু মানুষ ভিতু হয়ে ময়লা পানি এবং ডিম ছুড়ে হিংস্র আচরণ করেছে। তিনি বলেন, কেউ উসকানি দিলেও নেতাকর্মীদের ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা উচিত।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে গণসংযোগের সময় নাসীরুদ্দীন পাটওয়ারী এ কথা জানান।

ফ্যামিলি কার্ডের সমালোচনা করে তিনি আরও বলেন, একটি দল ফ্যামিলি কার্ডের নামে জনগণের সঙ্গে প্রতারণা করছে। যেসব কার্ড তারা বিতরণ করছে, সেগুলো ভুয়া।

তিনি নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেন, নির্বাচিত হলে দোকানপাট, বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনিয়ম দূর করে চাঁদাবাজিমুক্ত সমাজ গড়ে তোলা হবে।

এদিন নাসীরুদ্দীন পাটওয়ারী শান্তিনগর, শান্তিবাগ, আমিনবাগ ও চামেলিবাগ এলাকায় গণসংযোগ করেন। এই সময় এনসিপি ও জামায়াতসহ ১০-দলীয় জোটের নেতাকর্মীরা শাপলা কলির স্লোগান দিতে দেখা যায়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

১২ ঘণ্টার ব্যবধানেই সোনার দামে বড় লাফ

১২ ঘণ্টার ব্যবধানেই সোনার দামে বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে সোনার দামের অস্বাভাবিক অস্থিতিশীলতার কারণে দেশের বাজারে আবারও বড় ধরনের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স... বিস্তারিত