ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ

২০২৬ জানুয়ারি ২৪ ১০:৪৭:৫৩

আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির রাজনৈতিক ইতিহাসে এক আবেগঘন নাম আরাফাত রহমান কোকো। আজ শনিবার সেই ক্রীড়া সংগঠক ও রাজনৈতিক পরিবারের সদস্যের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে বিএনপি ও কোকো পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই। তার মৃত্যুবার্ষিকী ঘিরে দলীয় ও পারিবারিক পরিসরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি মহানগর ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে পৃথক দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন।

এদিকে সকাল সাড়ে ৯টায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে দলের নেতাকর্মীরা বনানী কবরস্থানে গিয়ে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করবেন।

এ ছাড়া দুপুর ২টায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা-১৭ আসনে দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম কোকোর কবর জিয়ারতে অংশ নেবেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন আরাফাত রহমান কোকো। তার জন্ম ১৯৬৯ সালের ১২ আগস্ট। তিনি ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং ওল্ড ডিওএইচএস ক্লাবের চেয়ারম্যান ছিলেন।

রাজনৈতিক পটপরিবর্তনের ধারাবাহিকতায় ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে ওই বছরের ৩ সেপ্টেম্বর ভোরে সেনানিবাসের বাসা থেকে মায়ের সঙ্গে গ্রেপ্তার হন কোকো।

পরবর্তীতে ২০০৮ সালের ১৮ জুলাই চিকিৎসার জন্য সপরিবারে ব্যাংকক যান তিনি। চিকিৎসা শেষে মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী শর্মিলা রহমান এবং দুই কন্যা—জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে যান।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

১২ ঘণ্টার ব্যবধানেই সোনার দামে বড় লাফ

১২ ঘণ্টার ব্যবধানেই সোনার দামে বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে সোনার দামের অস্বাভাবিক অস্থিতিশীলতার কারণে দেশের বাজারে আবারও বড় ধরনের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স... বিস্তারিত