ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

বিকল্প দেশ থেকে এলপিজি আনা হচ্ছে: জ্বালানি উপদেষ্টা

২০২৬ জানুয়ারি ২১ ২১:১১:৩৮

বিকল্প দেশ থেকে এলপিজি আনা হচ্ছে: জ্বালানি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ইরান থেকে এলপিজি বহনকারী জাহাজগুলোর ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে দেশের বাজারে এলপি গ্যাসের সাময়িক সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তবে তিনি আশ্বস্ত করেছেন যে, বিকল্প দেশ থেকে এলপিজি আনা হচ্ছে। রমজানের আগেই সমস্যার সমাধান মিলবে।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা জানান, গতকাল মঙ্গলবার দেশের বড় এলপিজি আমদানিকারক ও অপারেটরদের সঙ্গে বৈঠক হয়েছে। সংকটের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, "আগে আমাদের দেশে মূলত ইরান থেকে এলপিজি আসত। মার্কিন নিষেধাজ্ঞার কারণে এখন যেসব জাহাজ ইরানি এলপিজি বহন করে, সেগুলোর ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। এই অঞ্চলের বড় আমদানিকারকরা ওই জাহাজগুলোই ব্যবহার করত, ফলে সরবরাহ বিঘ্নিত হয়েছে। এখন তারা বিকল্প উৎস থেকে এলপিজি আনার ব্যবস্থা করছে।"

এলপিজি বিক্রিতে রসিদ না দেওয়া এবং অতিরিক্ত দাম রাখা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, "মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আমরা চেষ্টা করছি বাজার নিয়ন্ত্রণে রাখতে। গ্রাহক যাতে ন্যায্যমূল্যে এলপিজি পায়, সেজন্য আমাদের সামর্থ্যের সবটুকু চেষ্টা করা হচ্ছে।"

তিনি আরও উল্লেখ করেন যে, এলপিজি মূলত একটি বেসরকারি খাত হওয়ায় এখানে সরাসরি সরকারি নিয়ন্ত্রণ কম। বর্তমানে বিইআরসি (BERC) এর মাধ্যমে মূল্য সমন্বয় করা হয়। ভবিষ্যতে এ ধরনের সংকট আগেভাগে আঁচ করতে বিইআরসি ও জ্বালানি বিভাগের মধ্যে একটি সমন্বিত মনিটরিং সিস্টেম বা পদ্ধতি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানান উপদেষ্টা।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত