ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

অক্ষয় কুমারের নিরাপত্তা বহরের সঙ্গে ভয়াবহ দুর্ঘটনা

২০২৬ জানুয়ারি ২০ ১৮:৫০:২৩

অক্ষয় কুমারের নিরাপত্তা বহরের সঙ্গে ভয়াবহ দুর্ঘটনা

বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের নিরাপত্তা বহরের পাশে মুম্বাইয়ের জুহু এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে সিলভার বিচ ক্যাফের কাছে এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় অক্ষয় কুমারের কোনো ক্ষতি না হলেও একটি অটো-রিকশা পুরোপুরি দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ দুইজন গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দ্রুতগামী একটি মার্সিডিজ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে অটো-রিকশার সঙ্গে ধাক্কা খায়। ধাক্কায় রিকশাটি ছিটকে গিয়ে অক্ষয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা এসকর্ট গাড়ির সাথেও সংঘর্ষ ঘটায়। এতে রিকশা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় এবং চালক ও এক যাত্রী গুরুতর আহত হন।

ঘটনার পর মঙ্গলবার মুম্বাই পুলিশ মার্সিডিজ গাড়ির চালক রাধেশ্যাম রাইকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে জুহু থানায় ভারতীয় ন্যায় সংহিতার ২৮১, ১২৫(এ) এবং ১২৫(বি) ধারায় মামলা দায়ের করা হয়েছে। রাধেশ্যামের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে।

আহত রিকশা চালক মোহাম্মদ সমীরের ভাই জানিয়েছেন, তাঁর ভাইয়ের অবস্থা গুরুতর। তিনি আহতের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি নষ্ট হওয়া রিকশার ক্ষতিপূরণ দাবি করেছেন।

উল্লেখ্য, সম্প্রতি ২৫তম বিবাহবার্ষিকী উদযাপন শেষে অক্ষয় কুমার স্ত্রী টুইঙ্কেল খান্নার সঙ্গে বিদেশ ভ্রমণে গিয়েছিলেন। দেশে ফেরার পথে মুম্বাইয়ে এই দুর্ঘটনার শিকার হন তারা। অক্ষয় বর্তমানে তার নতুন সিনেমা ‘হায়ওয়ান’ এবং জনপ্রিয় গেম শো ‘হুইল অফ ফরচুন ইন্ডিয়া’-র কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত