ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২
উচ্চগতির ট্রেন দুর্ঘটনায় নি-হ-ত ২১
আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের দক্ষিণাঞ্চলে উচ্চগতির রেল চলাচলে নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। কর্ডোবার কাছে দুটি দ্রুতগতির ট্রেন মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ায় অন্তত ২১ জনের প্রাণহানি হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন আরও কমপক্ষে ৭৩ জন। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয় সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
রেল নেটওয়ার্ক পরিচালনাকারী সংস্থা আদিফ জানিয়েছে, মালাগা থেকে মাদ্রিদগামী একটি উচ্চগতির ট্রেন কর্ডোবার আদামুজ এলাকার কাছে লাইনচ্যুত হয়ে পাশের রেললাইনে চলে যায়। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনও নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হলে দুটি ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটে।
আন্দালুসিয়ার জরুরি সেবা বিভাগ জানায়, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। লাইনচ্যুত বগির ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে এখনও কাজ চলছে। আহতদের দ্রুত উদ্ধার করে কর্ডোবা ও আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আদিফের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মালাগা ছেড়ে যাওয়ার প্রায় ১০ মিনিটের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে। নিহত ও আহত যাত্রীদের স্বজনদের সহায়তার জন্য মাদ্রিদের আতুচা, সেভিল, কর্ডোবা, মালাগা ও হুয়েলভা স্টেশনে বিশেষ সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে।
দুর্ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যকার সব ধরনের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। যাত্রীদের সহায়তায় সংশ্লিষ্ট স্টেশনগুলো রাতভর খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মালাগা থেকে পরিচালনাকারী বেসরকারি রেল কোম্পানি ইরিয়ো ট্রেনটির লাইনচ্যুত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটির দাবি, দুর্ঘটনাকবলিত ট্রেনটিতে প্রায় ৩০০ যাত্রী ছিলেন।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিভিই-এর সাংবাদিক সালভাদর হিমেনেজ ওই দুর্ঘটনাকবলিত একটি ট্রেনে ছিলেন। তিনি জানান, সংঘর্ষের মুহূর্তটি ছিল ভয়াবহ। তার ভাষায়, ‘হঠাৎ করে ভূমিকম্পের মতো প্রচণ্ড ঝাঁকুনি অনুভব করি। তখনই বুঝতে পারি ট্রেনটি লাইনচ্যুত হয়ে গেছে।’
এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্পেনের রাজা ফেলিপে ষষ্ঠ ও রানি লেতিসিয়া। এক বিবৃতিতে তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করতে সরকার জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। আন্দালুসিয়ার আঞ্চলিক প্রেসিডেন্ট হুয়ানমা মোরেনোও নিহত ও আহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে