ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২
আপিল শুনানিতে বৈধতা পেল লতিফ সিদ্দিকীর মনোনয়ন
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়ন ঘিরে ওঠা বিতর্কের নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন (ইসি)। তার মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে করা আপিল খারিজ করে দিয়ে কমিশন লতিফ সিদ্দিকীর প্রার্থিতা বহাল রেখেছে।
রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামের বেজমেন্ট-২ এ অনুষ্ঠিত আপিল শুনানি শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
শুনানিতে জাতীয় পার্টির প্রার্থী মো. লিয়াকত আলীর পক্ষে আইনজীবী দাবি করেন, লতিফ সিদ্দিকী তার হলফনামায় প্রয়োজনীয় তথ্য গোপন করেছেন। এ কারণে তার দাখিল করা তথ্যের সত্যতা যাচাইয়ের দাবি তোলা হয়।
এর জবাবে নির্বাচন কমিশনের সামনে বক্তব্য দিতে গিয়ে লতিফ সিদ্দিকী বলেন, তার বিরুদ্ধে অতীতে বহু মামলা হয়েছে বলে যে অভিযোগ তোলা হচ্ছে, সেগুলোর বাস্তবতা ভিন্ন। তিনি ব্যাখ্যা করেন, নিম্ন আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তিনি থানায় আত্মসমর্পণ করেছিলেন এবং পরবর্তীতে উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন। এসব মামলায় তিনি কখনো পলাতক ছিলেন না কিংবা আদালতে হাজির না হওয়ার কোনো নজির নেই।
তিনি আরও বলেন, নিউইয়র্কে ঘটে যাওয়া একটি ঘটনার সূত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি ছাড়া যেসব মামলা নেওয়া হয়েছিল, সেগুলো আইনগতভাবে টেকসই নয়। টকশোতে নানা ব্যাখ্যা দেওয়া গেলেও ন্যায়নীতি ও আইনের মৌলিক চেতনা সবচেয়ে গুরুত্বপূর্ণ এ কথা উল্লেখ করেন তিনি।
লতিফ সিদ্দিকী অভিযোগ তুলে বলেন, যিনি তার বিরুদ্ধে আপিল করেছেন, তিনি আগের ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনেও তার প্রতিদ্বন্দ্বী ছিলেন। তখনও একই মামলাগুলো বিদ্যমান ছিল, কিন্তু সে সময় এসব বিষয়ে কোনো আপত্তি তোলা হয়নি।
তিনি জানান, রিটার্নিং কর্মকর্তার সামনে মনোনয়ন যাচাইয়ের সময় কারও পক্ষ থেকে কোনো আপত্তি জানানো হয়নি। এমনকি আপিলকারী প্রার্থীও তখন আপত্তি করেননি। পরে হঠাৎ আপিলের খবর পেয়ে তিনি শুনানিতে অংশ নিতে কমিশনে হাজির হয়েছেন এবং কমিশনের যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার কথাও জানান।
সব বক্তব্য ও কাগজপত্র পর্যালোচনা শেষে নির্বাচন কমিশন লিয়াকত আলীর আপিল খারিজ করে দিয়ে আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়ন বৈধ ঘোষণা করে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক