ঢাকা, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২
নির্বাচনে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক: বিজিবি ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) দেশের ভবিষ্যৎ কল্যাণে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিজিবি সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন।
সপ্তাহের এই দিনে, বুধবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত ‘বিজিবির বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজ (বিজিটিসিএন্ডসি)’-এর ‘বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে’ এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি সদস্যদের উদ্দেশ্যে বলেন, “দেশের জন্য একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার পবিত্র দায়িত্ব আমরা কাঁধে কাঁধ মিলিয়ে পালন করব।”
তিনি বলেন, “আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য নির্বাচনের দায়িত্বে থাকবে। এর মধ্যে ৩৭ হাজার ৪৫৩ জন বিজিবি সদস্য ৬১টি উপজেলায় দায়িত্ব পালন করবেন। আমাদের সুপরিকল্পিত ও সমন্বিত প্রস্তুতি দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর করবে।”
জাহাঙ্গীর আলম প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের সতর্ক করে বলেন, “যেকোনো ধরনের অনৈতিক, পক্ষপাতমূলক বা দায়িত্ব বহির্ভূত আচরণ যা নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে, তা থেকে বিরত থাকতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সফল করার পবিত্র দায়িত্ব কাঁধে কাঁধ মিলিয়ে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালিত হবে।”
নারী সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, “প্রিয় নবীন নারী সৈনিকবৃন্দ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপনারাও সমান ভূমিকা পালন করবেন। বিজিবিতে আপনারা সততা ও দক্ষতার সঙ্গে বাহিনীর সুনাম বৃদ্ধি করবেন এবং অন্যান্য বাহিনীর নারী সৈনিকদের মতো যোগ্যতা প্রমাণ করবেন।”
তিনি বিজিবি সদস্যদের দুর্নীতি থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে বলেন, “দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। এটি শুধু অর্থনীতিই ক্ষতি করে না, রাষ্ট্র প্রতিষ্ঠানকেও দুর্বল করে এবং জনগণের আস্থা নষ্ট করে। বিজিবি কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়, কোনো স্বার্থ গোষ্ঠীর রক্ষক নয়।”
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, বিজিটিসিএন্ডসির কমান্ড্যান্ট এবং ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার
- শ্রীলঙ্কা বনাম পাকিস্তান: বছরের শুরুতেই হাইভোল্টেজ ম্যাচ-দেখুন সরাসরি
- চট্টগ্রাম রয়্যালস বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে